এক বোতল হুইস্কির দাম সোয়া ৮ কোটি, কী আছে এতে?
নিউজ ডেস্ক

ছবি: সংগৃহীত
হুইস্কি! নামটা শুনলে অনেক রসিকের মন একটু অন্য রকম হতেও পারে। তবে এক বোতল হুইস্কির দামে যদি হয় সোয়া আট কোটি টাকা! তাহলে চোখ তো ছনাবড়া হওয়ারই কথা। স্কটল্যান্ডের এডিনবার্গে নিলামে এ বিপুল দামেই বিক্রি হলো বিরল হুইস্কির এই বোতল।
এই বিপুল দামের কারণ জানেন? বিশ্বের অন্যতম সেরা স্বাদের বিরল একটি হুইস্কির বোতল ছিল এটি।
চলতি বছরের মে মাসে এই একই সংস্থার একটি হুইস্কির বোতল বিক্রি হয়, নিলামে যার দাম উঠেছিল প্রায় ৭ কোটি ৯০ লাখ টাকা। তাকেও এবার ছাপিয়ে গেল এটি। বিক্রি হলো প্রায় আট কোটি ১৫ লাখ টাকায়।
তবে এই বোতলটি কে কিনেছেন, তা জানানো হয়নি। তবে রিচার্ড হার্ভে নামে এক হুইস্কি বিশেষজ্ঞ জানিয়েছেন, এশিয়ার এক ব্যক্তি নিলামে কিনেছেন এটি।
১৯২৬ সালে প্রথম এই হুইস্কি তৈরি হয়। তারপর ম্যাককালান ডিস্টেলারিতে এটি রাখা ছিল কাস্কেই। বোতলে ভরা হয় ১৯৮৬ সালে। মোট ২৪টি বোতলে ভরা হয়েছিল এটি।
এর মধ্যে ১২টিতে পপ আর্টিস্ট পিটার ব্লেক ও ১২টিতে ভালেরিও আদেমি লেবেল লাগানো হয়েছিল। সেই ভালেরিও আদেমির বয়স এখন ৮৩। ছবি ও কমিক আর্ট তার সবচেয়ে পছন্দের।
এক ভেন্ডর ম্যাককালান ডিস্টেলারি থেকে বোতলগুলি সরাসরি কেনেন। মালিকই নাকি বিক্রি করেছিলেন এগুলো।
এ মুহূর্তে কতগুলো বোতল অবশিষ্ট রয়েছে তা অবশ্য জানা নেই। ২০১১ সালে জাপানের সুনামিতে নষ্ট হয়ে গিয়েছিল একটি। একটি বোতল কেউ নাকি পান করেও ফেলেছিলেন।
বোনহামস সংস্থার কাছে এখনো এ হুইস্কির তিনটি বোতল রয়েছে।
বোনহামসের হুইস্কি স্পেশালিস্ট বলেন, ‘নয়া রেকর্ড গড়ে আমরা খুশি।’
নিউজওয়ান২৪/এমএস
- বিশ্বের সবচেয়ে প্রভাবশালী মুসলিম নারী শেখ হাসিনা
- সিরাজুল আলম খান রহস্য, একটি রাজনৈতিক বিতর্ক
- ঘটনা গুরুতর: প্রধান বিচারপতির উত্তরের আশায় পুরো বাংলাদেশ!
- পিরিয়ডের সময় যে খাবারগুলো ক্ষতিকর
- ‘ডোপ টেস্ট’ কী? জেনে নিন...
- দুর্লভ সাদা গোখরাটি জ্যান্ত গিলে খেল অপর সাপকে! (ভিডিও)
- মইনুলকে জানি না তবে মাসুদা ভাট্টি চরিত্রহীন: তসলিমা
- আহ! কাকের বাসা
- উন্মাদের পরিবেশ সচেতনতা কার্টুন প্রদর্শনী শুরু
- র্যাবের নয়া এডিজি কর্নেল আনোয়ার লতিফ খান, পিএসসি
- ৫ বছর আগের কার্টুনের বক্তব্য...
- বিবস্ত্র হয়ে ঘর পরিষ্কার, অতঃপর...
- কেমন যাবে আপনার আজকের দিন
- গরীবের কংকাল ঢাকে ধনবানের স্ফীত উদর!
- রওশনের বাবা নাকি এরশাদ?- প্রথম আলো