এক দিনেই ১০ উইকেট!
স্পোর্টস ডেস্ক
ফাইল ছবি
পাকিস্তানের করা ৪১৮ রানের জবাবে উদ্বোধনী জুটিতেই ৫০ রান করে ফেলেছিলেন নিউজিল্যান্ডের দুই ওপেনার জিত রাভাল ও টম লাথাম। এরপরই শুরু পাকিস্তানি লেগস্পিনার ইয়াসির শাহর ম্যাজিক। বিনা উইকেটে ৫০ থেকে পরবর্তী ৪০ রানেই সবকয়টি উইকেট হারিয়ে ফেলে কিউইরা।
পঞ্চাশ রানের মাথায় রাভালকে বোল্ড করে প্রথম ব্রেকথ্রু এনে দেয়া ইয়াসির শাহ পরে নেন আরও ৭টি উইকেট। সবমিলিয়ে ক্যারিয়ার সেরা বোলিংয়ে মাত্র ৪১ রানে নেন ৮টি উইকেট। অন্য দুই উইকেটের একটিতে বিজে ওয়াটলিংকে রানআউটও করেন তিনি। হাসান আলি নেন কলিন ডি গ্র্যান্ডহোমের উইকেট।
যে কারণে প্রথম ইনিংসে ১০ উইকেট পাওয়া হয়নি ইয়াসিরের। তবে ফলো অনে ব্যাট করতে নামা নিউজিল্যান্ডের দ্বিতীয় ইনিংসের প্রথম দুই উইকেট তুলে নিয়ে সারা দিনে ঠিকই নিজের পকেটে ১০ উইকেট পুরেছেন ইয়াসির।
দিন শেষে ইয়াসির নিজের এই কীর্তিতে নিজের সন্তুষ্টির কথা জানিয়ে বলেন, ‘আজকে (সোমবার) মাঠে আসার সময় ভাবছিলাম ম্যাচে দশ উইকেট পেলে মন্দ হতো না। কিন্তু আমি জানতাম না যে একদিনেই এটি পেয়ে যাবো। আমি আমার পরিকল্পনা মোতাবেক বোলিং করেছি শুধু।’
এসময় তিনি আরও বলেন, ‘ইনজুরি থেকে ফিরে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে একটু একটু করে নিজের ছন্দ খুঁজে পাচ্ছিলাম। তবে ইনজুরি কাটিয়ে ছন্দে ফিরতে খানিক সময় তো লাগেই। যদিও আমার বোলিং ভালো হচ্ছিলো, কিন্তু আমি একদমই ছন্দে ছিলাম না। তাই আমার মূল পরিকল্পনা ছিলো ছন্দে ফেরা।
নিউজওয়ান২৪/ইরু
- ছয় বলেই কেন এক ওভার?
- টিম ইন্ডিয়াকে নিয়ে বিদ্রুপ: ক্ষমা চেয়েছে প্রথম আলো!
- এবারো কী ১৪ জন খেলবে টাইগারদের বিরুদ্ধে!
- আনন্দবাজারকে মুস্তাফিজুর
`আপনা আপনিই ওটা হয়, কেউ শেখায়নি` - বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজের টিকিট যেভাবে পাবেন?
- ফের নগ্ন আম্পায়ারিংয়ের শিকার বাংলাদেশ
- রোনালদোকে বিয়ের দাওয়াত দিলেন মেসির স্ত্রী
- বিজয় দিবসে লিভারপুলের শুভেচ্ছা
- অনুশীলনের ফাঁকে মাশরাফির ‘দুষ্টুমি’ (ভিডিও)
- দেশের মাটিতে ‘কিংবদন্তী‘র শেষ ম্যাচ!
- সেই সৌম্যই সমাধান?
- `লিটইন্যা`র সেঞ্চুরি
- গেইলের ১৮+
- প্রীতির দলে নেই শেবাগ, প্রশ্ন উঠেছে ‘সম্পর্ক’ নিয়ে!
- যে কারণে মেসির কথা শুনে কেঁদেছিল পুরো আর্জেন্টিনা দল