ঢাকা, ২৬ নভেম্বর, ২০২৪
সর্বশেষ:

‘এইচটুও’ যে পানির সংকেত, সেটা মাথায় আসেনি!’

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭:১৯, ২ অক্টোবর ২০১৮  

ফাইল ফটো

ফাইল ফটো

রাজধানীর বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সিটির রাজদর্শন হলে অনুষ্ঠিত হয়ে গেলো ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’-এর গ্র্যান্ড ফিনালে। তবে তা নিয়ে এখনো মিডিয়া সরগরম। শেষ হয়নি সমালোচনার ঝড়। চারদিকে হাসাহাসি আর ট্রল হচ্ছে এই অনুষ্ঠানের বিচারকদের প্রশ্ন ও প্রতিযোগীদের উত্তর নিয়ে।

এদের মধ্যে ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’-এর গ্র্যান্ড ফিনালের অন্যতম প্রতিযোগী ছিলেন সুমনা নাথ অনন্যা। সেই পর্বে তাকে বিচারক খালেদ হোসেন সুজন প্রশ্ন করেছিলেন, ‘এইচটুও’ মানে কী? জবাব দিতে গিয়ে তিনি নার্ভাস হয়ে যান। বললেন, ‘জানি না’। পরে বিচারক সুজন বলে দিলেন, ‘এইচটুও’ মানে হচ্ছে পানি।

বিচারকের কাছ থেকে কথাটি শুনে অনন্যা বললেন, ‘এইচটুও’ নামে একটা রেস্টুরেন্টও আছে ধানমন্ডি। ব্যাস, অনন্যার এই কথাটিই হয়ে যায় ভাইরালের ইস্যু। সেখানে উপস্থিত দর্শকের মধ্যে যেমন বিষয়টি হাসির খোরাক জোগায়।

এখনো সোশ্যাল মিডিয়াতে অনন্যার এই কথাটি নিয়ে ট্রলের জোয়ার বয়ে যাচ্ছে। যার ফলে ধানমন্ডির সেই রেস্টুরেন্টের অবিশ্বাস্য প্রচারণাও হয়েছে!

যার ফলে সুমনাকে এবার আমন্ত্রণ জানিয়েছেন সেই রেস্টুরেন্ট! ‘এইচটুও’তে গিয়ে তিনি তুলেছেন ছবিও। শেয়ার করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে।

সোমবার সন্ধ্যায় ‘এইচটুও’ রেস্টুরেন্টে যান অনন্যা। সেখানে তাকে বিশেষ অতিথি হিসেবে আপ্যায়ন করা হয়। পরিশেষে রেস্টুরেন্ট কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতাও জানান সুমনা।

1.‘এইচটুও’ যে পানির সংকেত, সেটা মাথায় আসেনি!’

এদিকে বিষয়টি নিয়ে অনন্যা কথাও বলেছেন, আসলে তিনি নাকি ওইদিন বেশ নার্ভাস ছিলেন। তাই বিচারকের প্রশ্নটা ঠিক বুঝতে উঠতে পারছিলেন না। তিনি ভেবেছিলেন, বিচারক হয়ত মজা করেই প্রশ্নটি করেছেন। তাই ‘এইচটুও’ যে পানির সংকেত, সেটা তার মাথায় আসেনি।

এজন্য ধানমন্ডির রেস্টুরেন্টের কথা বলেছিলেন তিনি। কিন্তু ব্যাপারটি এভাবে ছড়িয়ে যাবে, তিনি কল্পনাও করতে পারেননি সুমনা।

নিউজ ওয়ান২৪/জেডএস