এইচ টি ইমামের মতো কাজ প্রিয় মানুষ দেখিনি: কাদের
নিজস্ব প্রতিবেদক

কেন্দ্রীয় শহীদ মিনারে আওয়ামী লীগের পক্ষ থেকে এইচ টি ইমামের মরদেহে শ্রদ্ধা নিবেদন করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আমি জীবনে অনেক মানুষ দেখেছি তবে এইচ টি ইমামের মতো এতো কাজ প্রিয় মানুষ দেখিনি। চাকরি জীবন থেকে অবসর নিয়েছেন কিন্তু কাজ থেকে তিনি কখনো অবসর নেননি।
বৃহস্পতিবার কেন্দ্রীয় শহীদ মিনারে আওয়ামী লীগের পক্ষ থেকে এইচ টি ইমামের মরদেহে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের উপদেষ্টামন্ডলীর সদস্য মুকুল বোস, সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবীর নানক ও আব্দুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ প্রমুখ। এর আগে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পক্ষে থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়।
এর আগে, বৃহস্পতিবার বেলা দেড়টায় সম্মিলিত সাংস্কৃতিক জোটের ব্যবস্থাপনায় নাগরিক শ্রদ্ধাঞ্জলির জন্য প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমামের মরদেহ নিয়ে আসা হয় কেন্দ্রীয় শহীদ মিনারে৷
ওবায়দুল কাদের বলেন, এইচ টি ইমাম মেধা-শ্রম দিয়ে যেমন সরকারকে সমর্থন করেছেন। তেমনি তিনি দেশের জন্য অনেক কাজ করেছেন। আওয়ামী লীগের প্রচার সেলে দায়িত্ব পালন করছেন। তিনি হাসপাতালে যাওয়ার মূহুর্ত পর্যন্ত কাজে সক্রিয় ছিলেন। কর্মপাগল ও কর্মনিষ্ট মানুষ ছিলেন এইচ টি ইমাম। তার মৃত্যুতে যে শূন্যতার সৃষ্টি হলো তা সহজে পূরণ হওয়ার মতো নয়৷
উল্লেখ্য, বুধবার রাত সোয়া ১টায় রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের অন্যতম সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম৷ ১৯৩৯ সালে জন্মগ্রহণকারী এইচ টি ইমামের বয়স হয়েছিল ৮২ বছর।
বৃহস্পতিবার বেলা ১১টায় সিরাজগঞ্জের উল্লাপাড়া আকবর আলী সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত হয় এইচ টি ইমামের প্রথম জানাজা৷ কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি শেষে বাদ আছর গুলশানের আজাদ মসজিদে দ্বিতীয় জানাজা শেষে তাকে বনানী কবরস্থানে দাফন করা হবে।
- ভাষা আন্দোলনের আদ্যেপান্ত
- মহান বিজয় দিবস আজ
- সেনা কল্যাণ সংস্থার শিক্ষামূলক বৃত্তির চেক পেল ২৯৩ শিক্ষার্থী
- বারবার ধর্ষন করা হয়েছে: সুকির দেশ থেকে পালিয়ে আসা নারীদের আর্তনাদ
- ‘বাড়াবাড়ি করছে, দিছি...সরাইয়া’
- পিলখানা হত্যাকাণ্ড: বিজিবির সব ইউনিট শাহাদাত বার্ষিকী পালন করবে
- ট্রেনের টিকিট কাটতে লাগবে এনআইডি নম্বর
- সেনাকল্যাণের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে দরবার অনুষ্ঠিত
- কুয়েতের সঙ্গে তিনটি নয়, চারটি চুক্তি স্বাক্ষর
- খালেদার আপিল শুনানির সময় ইসিতে যা ঘটেছে
- পাকিস্তানি স্কুলের মতে ‘পাঞ্জাবি অশ্লীল ভাষা’!
- আসল নকল থেকে সাবধান: ভয়াবহ বিপদ ঘটে যেতে পারে!
- অনিরুদ্ধ অপহৃত নাকি আত্মগোপনে!
- বাংলাদেশের রাজনৈতিক জরিপ ও সত্য-মিথ্যা
- ২১ ফেব্রুয়ারি
মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ