ঢাকা, ২৬ নভেম্বর, ২০২৪
সর্বশেষ:

ঋতাভরীর আছড়ে পড়া ঢেউ

শোবিজ ডেস্ক

প্রকাশিত: ২০:১১, ১৭ মার্চ ২০১৭  

বড় কোনো সিনেমায় এখনো দেখা যায়নি। তবে মিউজিক ভিডিও, স্বল্পদৈর্ঘ্য ছবি, টিভি সিরিজের কল্যাণে আলোচিত ঋতাভরী চক্রবর্তী।

২০১১ সাল। টিভি পর্দায় ‘ওগো বধূ সুন্দরী’ তখন দারুণ জনপ্রিয়, সঙ্গে ঋতাভরী চক্রবর্তীও। অনেকেই ভেবেছিলেন ঋতাভরী ভবিষ্যৎ তারকা। অনেকে টালিগঞ্জের বাণিজ্যিক ছবির নায়িকার সব গুণই দেখতে পেয়েছিলেন তার মধ্যে।

পাঁচ বছরেও সেটা সত্যি হয়নি। তবে তিনি হারিয়েও যাননি। ঋতাভরী আছেন ভালো মতোই, তবে সেটা সিনেমায় নয়। নানা মাধ্যমে তার ব্যস্ততা। তুমুল জনপ্রিয়তা পাওয়ার পরও নিয়মিত হননি টিভিতে। কারণটা খানিক অদ্ভূত।

দেশ-বিদেশ ঘুরবেন বলে টিভি ছাড়েন তিনি! ‘আসলে ঘোরাঘুরি আমার কাছে তত দিনে নেশার মতো হয়ে গেছে। শেষ তিন-চার বছরে প্রায় ২০টি দেশ ঘুরেছি। টিভিতে কাজ করতে লম্বা সময় দিতে হয়, যা আমার পক্ষে সম্ভব নয়। এ ছাড়া ব্যক্তিগত কিছু সমস্যার জন্যও বিরতি নিয়েছিলাম।’

তার অভিনীত প্রথম তিনটি ছবি মুক্তিই পায়নি! কাজ বলতে মিউজিক ভিডিও আর স্বল্পদৈর্ঘ্য ছবি। কাজ হিসেবে তেমন গুরুত্বপূর্ণ কিছু মনে না হলেও বস্তুত এগুলোই তাকে সর্বভারতীয় পরিচিতি দিয়েছে। কাজ করেছেন আয়ুষ্মান আর কালকি কোয়েচলিনের সঙ্গে। বছরের শুরুতেই ‘ওরে মন’ গানের ভিডিওতে ঋতাভরীকে দেখা যায় আয়ুষ্মান ঘুরানার সঙ্গে।

ভিডিও গুলোতে সপ্রতিভ ঋতাভরী নজর কাড়েন সহজেই। সঙ্গে দেশ-বিদেশ ঘোরার ট্রাভেল ভিডিওগুলোও জনপ্রিয় হয়, যা থেকে সুযোগ পান স্বল্পদৈর্ঘ্য ছবি ‘নেকেড’ -এ। নারী দিবস উপলক্ষে মুক্তি পাওয়া ছবিটি বেশ প্রশংসিত হয়েছে।

প্রথম তিনটি ছবি তো মুক্তিই পায়নি, সর্বশেষ ‘কলকাতায় কলম্বাস’ ফ্লপ। তবে অনেক ভক্তের মতো অভিনেত্রীরও বিশ্বাস, দিন বদলাবে শিগগিরই। ও, ঋতাভরীর মায়ের কথা তো বলাই হয়নি। তার মা শতরূপা সান্যালও পরিচালক। মায়ের সঙ্গে ‘অন্য অপলা’ ছবির নাম ভূমিকায় অভিনয়ও করেন ঋতাভরী। এ ছাড়া মায়ের প্রায় সব ছবিতেই ক্যামেরার পেছনে কাজ করেছেন। এ জন্য মায়ের কাছ থেকে ভালো পারিশ্রমিকই পান তিনি, যা দিয়েই ঘুরতে বের হন।

নিউজওয়ান২৪.কম