উইলিয়ামসের দুর্দান্ত সেঞ্চুরি
স্পোর্টস ডেস্ক
ছবি: সংগৃহীত
চতুর্থ উইকেট জুটিতে সিকান্দার রাজা ও উইলিয়ামস ৮৪ রানের পার্টনারশিপ গড়েন। বড় দুই জুটির কারণেই জিম্বাবুয়ে বড় সংগ্রহের স্বপ্ন দেখতে থাকে। অপুর বলে দলীয় ২২২ রানে চতুর্থ উইকেট জুটির ভাঙন ধরে। সিকান্দার রাজাকে ব্যক্তিগত ৪০ রানে আউট করে প্যাভিলিয়নে পাঠান অপু। রাজা ৪০ রানে আউট হলেও আরেক প্রান্তে ঠিকই সেঞ্চুরি তুলে দেন শন উইলিয়ামস। ১২৪ বলে নিজের ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি তুলে নেন উইলিয়ামস।
এদিকে, টসে জিতে প্রথমে বল করতে নেমেই উইকেটের দেখা পায় বাংলাদেশ। নিজের করা প্রথম ওভারেই সাইফুদ্দিন বোলিংয়ে এসে ওপেনার কেপাস ঝুয়াওকে আউট করে বাংলাদেশের জন্য শুভ সূচনা এনে দেন।
পরের ওভারেই বোলিং আসেন আবু হায়রার রনি। রনির করা চতুর্থ বলে জিম্বাবুয়ের অধিনায়ক মাসাকদজা বোল্ড হয়ে প্যাভিলিয়নে ফেরেন।
ইনিংসের শুরুতেই জিম্বাবুয়ে ২ উইকেট হারালেও শন উইলিয়ামস ও ব্রেন্ডন টেইলরের ব্যাটিং দক্ষতায় প্রাথমিক ধাক্কা সামলে নিতে পুরোপুরি সফল হয় জিম্বাবুয়ে। ব্রেন্ডন টেইলর দলের বিপদে দারুণ দক্ষতার সঙ্গে ব্যাটিং করে তুলে নেন ক্যারিয়ারের ৩৬ তম অর্ধশতক। টেইলর ৪৯ বলে নিজের অর্ধশতক পূরণ করেন। ব্রেন্ডন টেইলরের দেখাদেখি শন উইলিয়ামসও তুলে নেন নিজের ৩০তম অর্ধশতক। শেষ পর্যন্ত দলীয় ১৩৮ রানে টেইলর ‘কোবরা’ খ্যাত নাজমূল ইসলাম অপুকে উড়িয়ে মারতে যেয়ে উইকেট কিপার মুশফিকুর রহিমের হাতে ধরা দেন। টেইলর ৭২ বলে ৭৫ রান করে আউট হন।
টেইলর আউট হলেও উইলিয়ামস ঠিকই রানের চাকা সচল রাখেন জিম্বাবুয়ের। উইলিয়ামসকে সঙ্গ দিতে থাকেন অভিজ্ঞ ব্যাটসম্যান সিকান্দার রাজা। এই দুই ব্যাটসম্যান ওভারে প্রতি প্রায় সাড়ে পাঁচ রান নিয়ে ৩৮ ওভারেই ২০০ রান পার করে।
সংক্ষিপ্ত স্কোর: জিম্বাবুয়ে ৪৬ ওভারে ২৫৭/৪
- ছয় বলেই কেন এক ওভার?
- টিম ইন্ডিয়াকে নিয়ে বিদ্রুপ: ক্ষমা চেয়েছে প্রথম আলো!
- এবারো কী ১৪ জন খেলবে টাইগারদের বিরুদ্ধে!
- আনন্দবাজারকে মুস্তাফিজুর
`আপনা আপনিই ওটা হয়, কেউ শেখায়নি` - বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজের টিকিট যেভাবে পাবেন?
- ফের নগ্ন আম্পায়ারিংয়ের শিকার বাংলাদেশ
- রোনালদোকে বিয়ের দাওয়াত দিলেন মেসির স্ত্রী
- বিজয় দিবসে লিভারপুলের শুভেচ্ছা
- অনুশীলনের ফাঁকে মাশরাফির ‘দুষ্টুমি’ (ভিডিও)
- দেশের মাটিতে ‘কিংবদন্তী‘র শেষ ম্যাচ!
- সেই সৌম্যই সমাধান?
- `লিটইন্যা`র সেঞ্চুরি
- গেইলের ১৮+
- প্রীতির দলে নেই শেবাগ, প্রশ্ন উঠেছে ‘সম্পর্ক’ নিয়ে!
- যে কারণে মেসির কথা শুনে কেঁদেছিল পুরো আর্জেন্টিনা দল