ঢাকা, ২৩ এপ্রিল, ২০২৫
সর্বশেষ:

ঈদে ২৪ ঘণ্টা খোলা সিএনজি স্টেশন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১:৫৯, ৯ মে ২০১৯  

ফাইল ছবি

ফাইল ছবি

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে সব মিলিয়ে ঈদের আগে ও পরে ১২ দিন দেশের সব সিএনজি ফিলিং স্টেশন ২৪ ঘণ্টা খোলা থাকবে।

বৃহস্পতিবার (৯ মে) সচিবালয়ে এক বৈঠকের পর সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব মো. নজরুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, ‘জ্বালানি মন্ত্রণালয়কে ঈদের আগে ৭ দিন এবং পরে ৫ দিন সিএনজি ফিলিং স্টেশনগুলো ২৪ ঘণ্টা খোলা রাখতে বলা হয়েছে।’

নজরুল ইসলাম বলেন, ‘ঈদের ৩ দিন আগে থেকে মহাসড়কে ট্রাক-কাভার্ডভ্যান-লরি চলাচল বন্ধ রাখা হবে। মহাসড়কের অবস্থা ভালো আছে। ঈদে কোনও সমস্যা হবে না।’

পুলিশ মহাপরিদর্শক, হাইওয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা, পরিবহন শ্রমিক-মালিক সমিতির নেতাসহ সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষের প্রতিনিধিরা বৈঠকে উপস্থিত ছিলেন।

নিউজওয়ান২৪/ইরু

আরও পড়ুন
জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত