ঢাকা, ০৩ ফেব্রুয়ারি, ২০২৫
সর্বশেষ:

ইভিএম ব্যবহারে বিশেষজ্ঞদের সঙ্গে বৈঠক করবে ঐক্যফ্রন্ট

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭:২৫, ২২ নভেম্বর ২০১৮  

ফাইল ছবি

ফাইল ছবি

জাতীয় নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার নিয়ে বিশেষজ্ঞদের সঙ্গে বৈঠকে বসবে জাতীয় ঐক্যফ্রন্ট। বৃহস্পতিবার রাজধানীর হোটেল লেকশোয় বিশেষজ্ঞদের সঙ্গে এক মতবিনিময়সভা অনুষ্ঠিত হবে। আর এরপরেই নির্বাচনে ইভিএম ব্যবহার নিয়ে নিজেদের অবস্থান জানাবেন তারা।

বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ের মিডিয়া উইংয়ের কর্মকর্তা শায়রুল কবির খান গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন।

এতদিন বিএনপি নির্বাচনে ইভিএম ব্যবহারের বিরোধীতা করে আসছিল। তাদের দাবি- ইভিএম ব্যবহার করলে নির্বাচনে ব্যাপক কারচুরির সুযোগ সৃষ্টি হবে। তবে বিএনপির রাজনৈতিক জোট ‘জাতীয় ঐক্যফ্রন্ট’ ইভিএম নিয়ে তাদের আনুষ্ঠানিক কোনো মত এ পর্যন্ত দেয়নি।

নিউজওয়ান২৪/এএস

আরও পড়ুন
রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত