ঢাকা, ২৫ নভেম্বর, ২০২৪
সর্বশেষ:

ইন্টার মিলানকে হারাল জুভেন্তাস

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১০:৫৫, ৮ ডিসেম্বর ২০১৮  

ফাইল ছবি

ফাইল ছবি

 

প্রথমার্ধে জুভেন্তাসকে চাপে রাখা ইন্টার বেশ কটি গোলের সুযোগ পেলেও সাফল্য পায়নি। তবে দ্বিতীয়ার্ধে খেলার মোড় ঘুরিয়ে দেন ক্রোয়েট তারকা মারিও মানজুকিচ। তার একমাত্র গোলেই জয় পায় জুভরা। দারুণ এক লড়াইয়ে ইন্টার মিলানকে হারাল ইতালির বর্তমান চ্যাম্পিয়ন জুভেন্তাস।

জুভেন্তাসের মাঠে শুক্রবারের ম্যাচটি ১-০ গোলে শেষ হয়। এই জয়ে পয়েন্ট তালিকায় নিজেদের জায়গা শীর্ষেই দখলে রাখল জুভেন্তাস। এদিকে হারার কারণে শিরোপা জয়ের দৌড়ে অনেকটা পিছিয়ে পড়েছে ইন্টার। 

মধ্য রাতের ম্যাচটির শুরুতেই জুভেন্তাসকে এক প্রকার চাপে রাখে ইন্টার। তবে গোলের প্রথম সুযোগটি পায় জুভরা। ম্যাচের দশম মিনিটে ক্রিস্তিয়ানো রোনালদোর করা জোরালো শটটি গোলপোস্টের সামনে থেকে হেড করেন আর্জেন্টাইন তারকা পাওলো দিবালা। কিন্তু দুর্ভাগ্য বলটি ক্রসবারে উপর দিয়ে চলে যায়। 

গোল শূন্য ম্যাচের প্রথমার্ধের খেলা শেষ হলে দ্বিতীয়ার্ধে নেমে আগের মতোই আক্রমণ-পাল্টা আক্রমণে বেস্ত ছিল দু'দল। বার বার আক্রমণ করেও সাফল্য পাচ্ছিলো না দু'দলের কেউই। 

তবে ম্যাচের ৬৬তম মিনিটে জুভেন্তাসের হয়ে সাফল্য পান মানজুকিচ। গোল পোস্টের বাঁ দিক থেকে জোয়াও কানসেলোর দূরের পোস্টে বাড়ানো ক্রসে জোরালো হেডে জুভেন্তাসকে এগিয়ে দেন মানজুকিচ। চলতি লিগে ক্রোয়াট ফরোয়ার্ডের এটি সপ্তম গোল।

১৫ ম্যাচে ১৪ জয় আর এক ড্রয়ে ৪৩ পয়েন্ট নিয়ে শীর্ষে জুভেন্তাস। ২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে এক ম্যাচ কম খেলা নাপোলি। আর ১৫ ম্যাচে ৯ জয় ও দুই ড্রয়ে ২৯ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে ইন্টার।

নিউজওয়ান২৪/ইরু

খেলা বিভাগের সর্বাধিক পঠিত