ইঞ্জিন বিকল হয়ে সাগরে ১৫ দিন হাহাকার করছিলেন ১৯ জেলে
নিজস্ব প্রতিবেদক

ইঞ্জিন বিকল হয়ে ১৫ দিন বঙ্গোপসাগরে ভাসছিলেন এই ১৯ জেলে।
প্রপেলর ভেঙে যাওয়ায় ইঞ্জিন বিকল হয়ে ১৫ দিন বঙ্গোপসাগরে ভাসছিলেন ১৯ জেলে। এরপর ভারতীয় কোস্টগার্ড বোটটিকে উদ্ধার করে বাংলাদেশ কোস্ট গার্ডের কাছে হস্তান্তর করেছে।
বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) দুপুরে বাংলাদেশ কোস্ট গার্ড সদর দফতরের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার এম হামিদুল ইসলাম এ তথ্য জানান। বোর্ট মালিক ও জেলেদের বাড়ি কক্সবাজারে। তাদের সংশ্লিষ্টদের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে বলেও জানান তিনি।
কোস্টগার্ড পশ্চিম জোনের সদর দফতরের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার এম হামিদুল ইসলাম জানান, চট্টগ্রাম থেকে এফবি রানা নামের ফিসিং বোটটিতে ১৯ জন জেলে গত ১৫ নভেম্বর গভীর সাগরে মাছ ধরার জন্য যায়। এরপর ২৩ নভেম্বর বোটটির প্রপেলর (পাখা) ভেঙে গেলে নিয়ন্ত্রণ হারিয়ে ভাসতে ভাসতে ভারতীয় জলসীমায় চলে যায়। প্রায় ১৫ দিন ধরে মাঝসাগরে ভাসার পর ইন্ডিয়ান কোস্ট গার্ড জাহাজ ভদর তাদের দেখতে পায়।
গত ৮ ডিসেম্বর ইন্ডিয়ান কোস্টগার্ড ওই বোটটি উদ্ধার করে ৯ ডিসেম্বর ভোর ৬টার সময় বাংলাদেশ জলসীমায় টহলরত কোস্টগার্ডের জাহাজ সিজি সোনার বাংলার কাছে হস্তান্তর করে। এরপর ১০ ডিসেম্বর দুপুরে তাদের কোস্ট গার্ডের মোংলা পশ্চিম জোন সদর দফতরে আনা হয়।
এ ঘটনায় দুই দেশের কোস্ট গার্ডের পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি পাবে বলে আশা প্রকাশ কোস্টগার্ডের এই কর্মকর্তা বলেন, ‘বাংলাদেশ কোস্টগার্ড তার সূচনালগ্ন থেকেই উপকূলীয় এলাকার অসহায় দুঃস্থ জেলেসহ সবার সহযোগিতা, চিকিৎসা, দুর্যোগ মোকাবিলা করে আসছে।’ এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
- ঠাকুর অনুকুল চন্দ্র আশ্রমের সেবককে কুপিয়ে হত্যা
- পরকীয়া, গোয়েন্দাগিরি আর ব্ল্যাকমেলিংয়ের জটিল কাহিনী
- পুলিশ ঘটনার শেষে নয়, আগেও আসে তাহলে!
- গাছের পাতা চুরি: রংপুরে বেগম রোকেয়া কলেজে তুলকালাম
- ত্রিশালে ‘অলৌকিক পানি’, ১৪৪ ধারা জারি
- টেকনাফে সোয়া লাখ ইয়াবা উদ্ধার
- সবুজ পাতার খামে হেমন্তের চিঠি
- সীমান্তরক্ষায় বিজিবিতে এবার নারী
- আধমণের হরিণ গিলে খেল পনের ফুটের অজগর (ভিডিও)
- নয়াপল্টনে হঠাৎ ড্রোন, বিএনপির নেতাকর্মীদের মধ্যে আতঙ্ক!
- শিকলে বাঁধা বাকপ্রতিবন্ধী ছেলের জন্য কেঁদে মরছেন মা-বাবা
- জামিন নামঞ্জুর, মানিকগঞ্জে ছাত্রলীগ নেতা তাপস সাহা জেলহাজতে
- ছাগলনাইয়ার ‘উভয় পক্ষের লোক’ যুবলীগ নেতা ফারুক!
- ব্যবসায়ী সাইফুল সাভারে মুক্ত
- ভারত সফরে দেশের স্বার্থবিরোধী কোনো চুক্তি হয়নি: শেখ হাসিনা