ইংল্যান্ডের কাছে হোয়াইটওয়াশ হলো শ্রীলঙ্কা
স্পোর্টস ডেস্ক
ছবি সংগৃহীত
লড়াই করেও হোয়াইটওয়াশ এড়াতে পারলো না শ্রীলঙ্কা। ৪২ রানে কলম্বো টেস্ট জিতে তিন ম্যাচের সিরিজে ৩-০ তে শ্রীলঙ্কাকে হোয়াইটওয়াশ করল ইংল্যান্ড।
৩২৭ রানের টার্গেটে শ্রীলঙ্কা চতুর্থ দিনের খেলা শুরু করে ৪ উইকেটে ৫৩ রানে। শেষ সেশনের শুরুতে তারা অলআউট হয় ২৮৪ রানে।
নাইটওয়াচম্যান লাকশান সান্দাকান (৭) এদিন ব্যক্তিগত ঝুলিতে মাত্র ৬ রান যোগ করে আউট হন। জ্যাক লিচ দ্রুত দিনের প্রথম উইকেট নিলে ইংল্যান্ড সহজ জয়ের সুবাস পেয়েছিল। কিন্তু রোশেনকে নিয়ে ঘুরে দাঁড়ান ১৫ রানে অপরাজিত খেলতে নামা কুশল।
১০২ রানের জুটি গড়েন এই দুই ব্যাটসম্যান। দ্বিতীয় সেশনের শুরুতে এই জুটি ভেঙে যায়। কুশলকে সরাসরি থ্রোতে রান আউট করেন লিচ। ১২৯ বলে ৮ চার ও ১ ছয়ে ৮৬ রান করেন কুশল।
দারুণ প্রতিরোধ গড়ার পর রোশেন উপযুক্ত সঙ্গ পাননি নিরোশান ডিকবেলা (১৯) ও দিলরুয়ান পেরেরার কাছে। রোশেনও ১৬১ বলে ৪টি চারে ৬৫ রানে বিদায় নিলে বড় হারের শঙ্কায় পরে স্বাগতিকরা। কিন্তু ২২৬ রানে ৯ ব্যাটসম্যানকে হারালেও শেষ উইকেটে অধিনায়ক সুরাঙ্গা লাকমলের সঙ্গে ১১ নম্বর ব্যাটসম্যান মালিন্দা পুষ্পাকুমারা চমৎকার জুটিতে জমিয়ে তোলেন লড়াই। তাদের ৫৮ রানের অপরাজিত জুটি ম্যাচ নিয়ে যায় শেষ সেশন পর্যন্ত।
কিন্তু চা-বিরতির পর প্রথম ওভারেই লিচ প্রয়োজনীয় উইকেটটি তুলে নেন। লাকমল ১১ রানে এলবিডাব্লিউ হন। স্বাগতিক অধিনায়ক রিভিউ নিলেও আম্পায়ারের আউটের সিদ্ধান্ত বহাল থাকলে জয়ের আনন্দে ভাসে ইংল্যান্ড। পুষ্পাকুমারা ৪২ রানে অপরাজিত ছিলেন।
ইংল্যান্ডের পক্ষে দ্বিতীয় ইনিংসে চারটি করে উইকেট নেন লিচ ও মঈন। ম্যাচসেরা হয়েছেন জনি বেয়ারস্টো।
একটি সেঞ্চুরি ও হাফসেঞ্চুরির সঙ্গে ১০টি ডিসমিসালে সিরিজ সেরা হয়েছেন ইংল্যান্ডের উইকেটরক্ষক ব্যাটসম্যান বেন ফোকস।
নিউজওয়ান২৪/এএস
- ছয় বলেই কেন এক ওভার?
- টিম ইন্ডিয়াকে নিয়ে বিদ্রুপ: ক্ষমা চেয়েছে প্রথম আলো!
- এবারো কী ১৪ জন খেলবে টাইগারদের বিরুদ্ধে!
- আনন্দবাজারকে মুস্তাফিজুর
`আপনা আপনিই ওটা হয়, কেউ শেখায়নি` - বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজের টিকিট যেভাবে পাবেন?
- ফের নগ্ন আম্পায়ারিংয়ের শিকার বাংলাদেশ
- রোনালদোকে বিয়ের দাওয়াত দিলেন মেসির স্ত্রী
- বিজয় দিবসে লিভারপুলের শুভেচ্ছা
- অনুশীলনের ফাঁকে মাশরাফির ‘দুষ্টুমি’ (ভিডিও)
- দেশের মাটিতে ‘কিংবদন্তী‘র শেষ ম্যাচ!
- সেই সৌম্যই সমাধান?
- `লিটইন্যা`র সেঞ্চুরি
- গেইলের ১৮+
- প্রীতির দলে নেই শেবাগ, প্রশ্ন উঠেছে ‘সম্পর্ক’ নিয়ে!
- যে কারণে মেসির কথা শুনে কেঁদেছিল পুরো আর্জেন্টিনা দল