ঢাকা, ২৪ নভেম্বর, ২০২৪
সর্বশেষ:

আসুন চুরির ‘শাস্তি’ এভাবে দেই!

বটতলা ডেস্ক

প্রকাশিত: ২১:০১, ৬ মে ২০১৬   আপডেট: ১২:০০, ১৮ মে ২০১৬

ছবি                        -নাজমুল হুদা নাসিম

ছবি -নাজমুল হুদা নাসিম

এই বিপজ্জনক অভাবনীয় দৃশ্য কোনো অ্যাকশন সিনেমার স্টান্ট দৃশ্য নয়। একেবারে বাস্তব ঘটনা। এই যুবককে তার ইচ্ছার বিরুদ্ধে এভাবে ট্রাকের সামনে গাট্টি-বোঁচকার মতো বেঁধে ঝুলিয়ে নিয়ে তা চালিয়ে নিয়ে যাচ্ছেন চালক- দিনে দুপুরে মহাসড়ক দিয়ে।

চরম আতঙ্কে ওই যুবক চিৎকার করছিল আর বাঁচার আঁকুতি জানাচ্ছিল।

শুক্রবার সকালে সাড়ে আটটার দিকে বগুড়া-নাটোর মহাসড়কের সিংড়া উপজেলার শেরকোল এলাকায় দেখা গেছে এমন বর্বর অমানবিক ঘটনা। ঘটনাটি চোখে পড়ে ওই পথ দিয়ে যাওয়া বগুড়ার সংবাদকর্মী নাজমুল হুদা নাসিমের।

তিনি ঘটনা বর্ণনায় বলেন, “আমরা একটি প্রাইভেট গাড়িতে রাজশাহী যাচ্ছিলাম। হঠাৎ চোখে পড়ে দ্রুত গতির একটি ট্রাকের সামনে রশি দিয়ে বাঁধা এক যুবক ঝুলছে। চরম আতঙ্কিত যুবকটি প্রাণভয়ে চিৎকার করছে। প্রথমে মনে হলো এটি কোনো সিনেমার শুটিংয়ের দৃশ্য। পরে ঘটনাটি লক্ষ্য করতে থাকলে ট্রাক চালকের নজরে আসে বিষয়টি। এ পর্যায়ে দয়া করে যেন গতি একটু কমিয়ে আনে চালক।”

নাজমুল হুদা নাসিম অবশ্য কসরত করে ঘটনার কয়েকটি ছবি তুলে নেন।

তবে এই অমানবিক ঘটনা কেন ঘটানো হলো বা এর পেছনে জড়িতদের বিষয়ে তাৎক্ষণিকভাবে জানা যায়নি।”

ওই মহাসড়কে এই দৃশ্য অন্যরাও প্রত্যক্ষ করেন। তাদেরই একজন এক ট্রলি চালক। তিনি জানান, ট্রাকের সামনে ওই যুবককে রশিতে বেঁধে নিয়ে যাবার দৃশ্য দেখে সিংড়ার দশ মাইল ব্রিজের কাছে কৌশলে রাস্তায় ব্যারিকেড দিয়ে বেপরোয়া গতিতে ধাবমান ট্রাকটিকে থামান। এরপর স্থানীয় জনতা ঘটনাস্থলে এসে চালক ও হেলপারকে আটক করে।

এসময় ট্রাকটির চালক ও হেলপারকে বিদঘুটে ওই শাস্তি সম্পর্কে জিজ্ঞেস করলে উপস্থিত জনতাকে তারা জানায়, মোবাইল ফোন চুরির অপরাধে তারা ওই যুবককে ট্রাকের সামনে বেঁধে এই শাস্তি দিয়েছেন।

পরে উপস্থিত জনতা ওই ‘প্রতিভাবান’ ট্রাক চালক ও হেলপারকে গণধোলাই দেয় এবং ট্রাকে বাঁধা ওই যুবককে মুক্ত করে। তবে ওই যুবক ও ট্রাক চালকের কোনো পরিচয় তারা জানে না বলে জানায়।খোঁজ নিয়ে জানা যায়, গণধোলাইর পর ট্রাকচালক ও তার সকারীকে ছেড়ে দেয় জনতা।

সিংড়া থানা ওসি নাসির উদ্দিন মণ্ডল জানান, তিনি ফেসবুক থেকে পাওয়া ছবিতে ট্রাকের নম্বরটি (কুষ্টিয়া ট-১১-১৩০৭) পেয়েছেন। ওই নম্বরের সূত্র ধরে ট্রাক মালিক ও চালকের পরিচয় খুঁজতে অনুসন্ধান চালাচ্ছে পুলিশ।

তিনি আরও জানান, নাটোরে এই ট্রাকের সন্ধান পাওয়া যায়নি। পরিচয় পেলেই তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

যোগাযোগ করলে সিংড়া উপজেলার শেরকোল ইউনিয়নের চেয়ারম্যান লুৎফুল কবীর রুবেল ঘটনার খবর শুনেছেন বলে জানান। তবে এমন নিমর্মম মনস্তাত্ত্বিক বিকারঘটিত কাজ কারা ঘটিয়েছে তা জানতে পারেননি।

শুক্রবার বিকালে এ ঘটনার ছবি রাজশাহীর সাংবাদিক সৌরভ হাবিব সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আপলোড করেন। এরপর সর্বত্র নিন্দার-প্রতিবাদের ঝড় ওঠে। সবাই চায় ওই ট্রাকচালক আর তার সহযোগীর শাস্তি। একজন অবশ্য ভিন্ন দৃষ্টিকোণ থেকে মন্তব্য করেন, সব বড় বড় চোরকে যদি এভাবে শাস্তি দেয়া যেত! তা তো হয় না- শুধু... 

নিউজওয়ান২৪.কম/আরকে

আরও পড়ুন
অপরাধ বিভাগের সর্বাধিক পঠিত