ঢাকা, ২৪ নভেম্বর, ২০২৪
সর্বশেষ:

আসছে স্যামসাং ‘গ্যালাক্সি এস৮’

আইটি ডেস্ক

প্রকাশিত: ১১:৪১, ২৮ ফেব্রুয়ারি ২০১৭  

‘গ্যালাক্সি নোট ৭’ নিয়ে অনেক ঝামেলা পোহাতে হয়েছে স্যামসাং ইলেক্ট্রনিকসকে। সেই কষ্ট ভুলতে এবার তারা বাজারে ছাড়ছে গ্যালাক্সি সিরিজের নতুন স্মার্টফোন ‘গ্যালাক্সি এস৮’।

সম্প্রতি নিউ ইয়র্কে আয়োজিত `মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস`-এ এই ঘোষণা দিয়েছে স্যামসাং কর্তৃপক্ষ। তারা জানান, আগামী মার্চের ২৯ তারিখেই এই ডিভাইসটি বাজারে ছাড়বে।

এর আগেও নিজেদের সেরা পণ্যগুলো মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস’এ উন্মোচন করে এই প্রযুক্তি জায়ান্ট। তবে এবার আর ঐ প্রথাগত পথে হাঁটছে না তারা বরং বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে গ্যালাক্সি এস৮ উন্মোচন করতে চাইছে প্রতিষ্ঠানটি।

কি থাকছে আসন্ন গ্যালাক্সি এস৮’এ তা নিয়ে মুখ না খুললেও অনেক সমালোচনার মধ্য দিয়ে ইতোপূর্বে ডিভাইসটির ফিচার নিয়ে মেতে উঠেছে পুরো টেকবিশ্ব।

চলুন জেনে নেই কি কি থাকতে পারে এই ডিভাইসটিতে:

১। ডিভাইসটির দু’পাশের বাঁকানো পর্দা প্রায় ৮৩শতাংশ অংশ জুরে থাকবে।
২। ডিভাইসটির সামনে কোন লোগো থাকবে না।
৩। হোমবাটন থাকবে না।
৪। কোয়াড এইচডি রেজ্যুলুশনের ৫.৭ ইঞ্চির ডিসপ্লেতে সুপার অ্যামোলেড প্যানেল ও ওয়াই-ওসিটিএ প্রযুক্তি ব্যবহার করা হবে।
৫। ডিভাইসটির পুরুত্ব কম হবে।
৬। ফাস্ট এবং ওয়্যারলেস চার্জিং সুবিধা থাকবে।
৭। নোট ৭ এর চেয়ে আকারে ছোট হলেও গ্যালাক্সি এস৮ এ থাকবে একই সমান ডিসপ্লে।

গত অক্টোবরে গ্যালাক্সি নোট ৭ এর ব্যাটারিজনিত বিস্ফোরণের ঘটনায় দিশেহারা হয়ে পড়ে স্যামসাং। বাজার থেকে উঠিয়ে নিতে বাধ্য হয় ওই ডিভাইসটি। এতে লাভের পাশাপাশি গ্রাহক আস্থাও হারায় স্যামসাং। এই দুর্ঘটনার সুযোগে পণ্য বিক্রির দিক থেকে তাদেরকে পেছনে ফেলে শীর্ষস্থানে পৌঁছে যায় অ্যাপলের আইফোন।

নিউজওয়ান২৪.কম

মোবাইল-পিসি-টেক বিভাগের সর্বাধিক পঠিত