ঢাকা, ২১ এপ্রিল, ২০২৫
সর্বশেষ:

আশুলিয়ায় সিলিন্ডার বিস্ফোরণে আহত ৫

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪:২৭, ২ নভেম্বর ২০১৮  

ফাইল ছবি

ফাইল ছবি

সাভারের আশুলিয়ায় শুক্রবার সকালে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে শিশুসহ একই পরিবারের পাঁচজন দগ্ধ হয়েছে।

আহতরা হলেন- আব্দুর রব, তার স্ত্রী রিতা আক্তার, তাদের দুই বছরের মেয়ে আয়শা আক্তার, আব্দুর রবের শাশুড়ি হাসিনা বেগম ও শ্বশুর আরব আলী। আহতদের ঢামেক হাসপাতালের বার্ণ ইউনিটে ভর্তি করা হয়েছে।

ঢামেক পুলিশ ফাঁড়ির এসআই বচ্চু মিয়া জানান, সকালে হাসিনা বেগম রান্না ঘরের চুলায় আগুন জ্বালাতেই পুরো ঘরে আগুন ছড়িয়ে পরে। স্থানীয়রা তাদের হাসপাতালে নিয়ে আসে। সিলিন্ডারে লিকেজ থাকার রান্নাঘরে গ্যাস জমে ছিল। সকালে আগুন জ্বালাতেই বিস্ফোরণ হয় বলে ধারণা করা হচ্ছে।

ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আব্দুল হামিদ মিয়া জানান, খবর পেয়ে কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ থেকে আগুনের সূত্রপাত হয়েছে।

নিউজওয়ান২৪/জেডএস

আরও পড়ুন
স্বদেশ বিভাগের সর্বাধিক পঠিত