আর্সেনালকে ৩-১ গোলে হারালো লিভারপুল
ছবি: সংগৃহীত
লিগের তৃতীয় ম্যাচে শক্তিশালী আর্সেনালকে ৩-১ গোলে হারিয়ে জয়ের ধারা অব্যাহত রেখেছে লিভারপুল। গানারদের বিপক্ষে জোড়া গোল পেয়েছেন লিভারপুল সুপারস্টার মোহাম্মদ সালাহ।
গত মৌসুমের শুরুতেও ধারাবাহিক সাফল্যে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান দখলে রেখেছিল লিভারপুল। এবারের মৌসুমেও গত মৌসুমের কথা জানান দিচ্ছে উয়েফা চ্যাম্পিয়নস লিগের শিরোপাধারী দলটি। আনফিল্ডে গতকাল আর্সেনালকে হারিয়েছে ইয়ুর্গেন ক্লুপের শিষ্যরা।
চেনা মাঠে ম্যাচের ৪১ মিনিটে ট্রেন্ট আলেক্সান্ডার আর্নল্ডের ক্রস থেকে দুর্দান্ত হেডে লিভারপুলকে এগিয়ে দেন মাতিপ। বিরতির পর বক্সের মধ্যে ডেভিড লুইজের ফাউলের শিকার হন সালাহ। মিশরীয় ফরোয়ার্ড ৪৯ মিনিটের পেনাল্টি থেকে লক্ষ্যভেদ করেন। এরপর দলের ব্যবধান বাড়াতে খুব একটা দেরি করেননি তিনি। ফাবিনহার পাস থেকে নিজের দ্বিতীয় গোল করেন সালাহ। ম্যাচের ৫৮ মিনিটে তার নিচু শটে বার্নড লেনোকে পরাস্ত করে ৩-০ ব্যবধানে এগিয়ে যায় লিভারপুল।
শেষদিকে ম্যাচে ফিরতে মরিয়া আর্সেনাল একটি গোলের শোধ দিতে সক্ষম হলেও হার এড়াতে পারেনি। ৮৫ মিনিটে আর্সেনালের হয়ে এসময় গোলটি করেন লুকাস তোরেইরা। বক্সের মাঝখান থেকে তার শট বেঁকে জালে জড়ায়। ম্যাচের বাকি সময়ে আর কেউ জালের দেখা না পাওয়ায় ৩-১ গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে লিভারপুল।
এনিয়ে লিগে টানা ১২ ম্যাচ জয়ের রেকর্ড গড়লো চলতি মৌসুমে এখনো না হারা লিভারপুল। আর তাদের মাঠে টানা চতুর্থ ম্যাচ হারলো গানাররা।
ইংলিশ লিগে ৩ ম্যাচ শেষে ৯ পয়েন্ট নিয়ে সবার উপরে লিভারপুল। ৩ পয়েন্ট পেছনে থেকে দ্বিতীয় স্থানে আর্সেনাল। আর দুই ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে তালিকার চতুর্থ স্থানে রয়েছে বর্তমান লিগ শিরোপাধারী ম্যানচেস্টার সিটি।
নিউজওয়ান২৪.কম/এমজেড
- ছয় বলেই কেন এক ওভার?
- টিম ইন্ডিয়াকে নিয়ে বিদ্রুপ: ক্ষমা চেয়েছে প্রথম আলো!
- এবারো কী ১৪ জন খেলবে টাইগারদের বিরুদ্ধে!
- আনন্দবাজারকে মুস্তাফিজুর
`আপনা আপনিই ওটা হয়, কেউ শেখায়নি` - বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজের টিকিট যেভাবে পাবেন?
- ফের নগ্ন আম্পায়ারিংয়ের শিকার বাংলাদেশ
- রোনালদোকে বিয়ের দাওয়াত দিলেন মেসির স্ত্রী
- বিজয় দিবসে লিভারপুলের শুভেচ্ছা
- অনুশীলনের ফাঁকে মাশরাফির ‘দুষ্টুমি’ (ভিডিও)
- দেশের মাটিতে ‘কিংবদন্তী‘র শেষ ম্যাচ!
- সেই সৌম্যই সমাধান?
- `লিটইন্যা`র সেঞ্চুরি
- গেইলের ১৮+
- প্রীতির দলে নেই শেবাগ, প্রশ্ন উঠেছে ‘সম্পর্ক’ নিয়ে!
- যে কারণে মেসির কথা শুনে কেঁদেছিল পুরো আর্জেন্টিনা দল