ঢাকা, ০৫ ডিসেম্বর, ২০২৪
সর্বশেষ:

আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রীকে মোমেনের শুভেচ্ছা

নিউজওয়ান২৪ ডেস্ক

প্রকাশিত: ১১:২৮, ২০ ডিসেম্বর ২০২২  

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি


পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন ফিফা বিশ্বকাপ ২০২২ চ্যাম্পিয়নশিপে আর্জেন্টিনার জয়ের জন্য সে দেশের পররাষ্ট্রমন্ত্রী সান্তিয়াগো আন্দ্রেস ক্যাফিরোকে শুভেচ্ছা জানিয়েছেন।

সোমবার (১৯ ডিসেম্বর) আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রীকে পাঠানো এক অভিনন্দন বার্তায় মোমেন লিখেছেন, ‘গত রাতে ফিফা বিশ্বকাপে আর্জেন্টিনা দলের জয়ের পর বাংলাদেশের মানুষের স্বতঃস্ফূর্ত উল্লাস দেখে আপনি বিস্মিত হবেন।’

মোমেন ক্যাফিরোকে লিখেন, ‘আমি অত্যন্ত আনন্দের সঙ্গে বাংলাদেশের জনগণের এবং আমার নিজের পক্ষ থেকে ফিফা বিশ্বকাপ ২০২২ চ্যাম্পিয়নশিপ জয়ের জন্য আপনাকে এবং আর্জেন্টিনা প্রজাতন্ত্রের বন্ধুপ্রতিম জনগণকে আমাদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি।’

বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ভৌগোলিক দূরত্ব সত্ত্বেও বাংলাদেশ ও আর্জেন্টিনার মানুষের হৃদয় ফুটবলপ্রেমের একই বন্ধনে আবদ্ধ।

নিউজওয়ান২৪.কম/রাজ

আরও পড়ুন
জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত