আর একটু দেরি হলেই সাকিবের আঙ্গুল...
নিউজ ডেস্ক
সাকিব আল হাসান
সাকিব আল হাসান। ব্যাট হাতে করেছেন রান আর বল হাতে তুলে নিয়েছেন সেট ব্যাটসম্যানের উইকেট। বাংলাদেশের জন্য ছিলো তার নিবেদিত প্রাণ। তবুও তাকে নিয়ে সমালোচনার যেন কমতি ছিল না। কখনো পেয়েছেন বেয়াদবির তখমা আবার কখনো শুনতে হয়েছে ‘ঘাড় ত্যাড়া’।
কিন্তু তিনি যে এক বিরাট বিপদ থেকে বেচেঁ গেছেন তা হয়তোবা আমরা কেউ জানি না। এদিকে ইনজুরির কারণে পাকিস্তানের বিপক্ষে ম্যাচটিতে খেলতে পারিনি বাংলাদেশের এ অলরাউন্ডার। আর তখনই শুরু হয়ে যায় তাকে নিয়ে কানাঘুষা।
কেউ কেউ বলেন মাঠে সাকিব গা বাঁচিয়ে খেলেন, আর কেউ এটা বলতেও কম যায় না যে, সাকিব ন্যাশনাল টিমের জার্সির চাইতে ফ্র্যাঞ্চাইজির জার্সি পড়ে ভাল পারফরম্যান্স করে।
কিন্তু আমাদের এই হাজারো অজুত-নিযুত মনগড়া বক্তব্য যে কঠিন বাস্তবকেও হার মানায়। কেননা আর একটু দেরি হলেই হয়তো বল হাতে মাঠে আর কখনই দেখা যেত না সাকিবকে।
কেননা যে আঙ্গুলের ব্যাথা নিয়ে পাকিস্তানের বিপক্ষে খেলেননি এ অলরাউন্ডার সেই আঙ্গুলই বেইমানি করতে শুরু করেছিলো তার সঙ্গে। আঙ্গুলের ব্যাথা বাড়ার কারণে তাৎক্ষনিক রাজধানীর অ্যাপোলো হাসপাতালে ভর্তি হন। আর সেখানে চিকিৎসক তার হাতের অবস্থা দেখে বিস্মিত হয়ে যান।
কেননা সাকিবেরে আঙ্গুলের ইনফেকশন সারাতে পুঁজ অপসারন করাতে হয়। আর সেটার পরিমান ছিলো ৬০ থেকে ৭০ মিলি। এমনকি হাসপাতালে তাকে এখন অ্যান্টিবায়োটিক দেয়া হচ্ছে বলে জানা যায়।
এদিকে, ভিসা না থাকায় দেশের বাইরেও চিকিৎসার জন্য যেতে পারছেন না এ টাইগার অলরাউন্ডার।
নিউজওয়ার২৪
- ছয় বলেই কেন এক ওভার?
- টিম ইন্ডিয়াকে নিয়ে বিদ্রুপ: ক্ষমা চেয়েছে প্রথম আলো!
- এবারো কী ১৪ জন খেলবে টাইগারদের বিরুদ্ধে!
- আনন্দবাজারকে মুস্তাফিজুর
`আপনা আপনিই ওটা হয়, কেউ শেখায়নি` - বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজের টিকিট যেভাবে পাবেন?
- ফের নগ্ন আম্পায়ারিংয়ের শিকার বাংলাদেশ
- রোনালদোকে বিয়ের দাওয়াত দিলেন মেসির স্ত্রী
- বিজয় দিবসে লিভারপুলের শুভেচ্ছা
- অনুশীলনের ফাঁকে মাশরাফির ‘দুষ্টুমি’ (ভিডিও)
- দেশের মাটিতে ‘কিংবদন্তী‘র শেষ ম্যাচ!
- সেই সৌম্যই সমাধান?
- `লিটইন্যা`র সেঞ্চুরি
- গেইলের ১৮+
- প্রীতির দলে নেই শেবাগ, প্রশ্ন উঠেছে ‘সম্পর্ক’ নিয়ে!
- যে কারণে মেসির কথা শুনে কেঁদেছিল পুরো আর্জেন্টিনা দল