ঢাকা, ২৫ নভেম্বর, ২০২৪
সর্বশেষ:

আবারো আঘাত পেলেন নেইমার

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১৭:০২, ৩ ডিসেম্বর ২০১৮  

ফাইল ছবি

ফাইল ছবি

ব্রাজিল সুপারস্টার নেইমার। তবে এ সুপারস্টারের কাছে আঘাত যেন তার নিত্য সঙ্গী হয়ে গেছে। কেননা কিছুদিন আগেই ক্যামেরুনের বিপক্ষে ম্যাচে চোটে পড়েছিলেন। এবার গতকাল রবিবার ফরাসি লিগে বোর্দোর বিপক্ষে খেলতে নেমে আবারও আঘাত পেয়েছেন পিএসজির এই তারকা ফরোয়ার্ড।

আর এইদিন বোর্দোর সঙ্গে ২-২ গোলে ড্র করে পিএসজিও লিগে শতভাগ জয়ের রেকর্ডটা ধরে রাখতে ব্যর্থ হলো।

পিএসজির হয়ে ৩২ লিগ ম্যাচে ৩০ গোল করেছেন নেইমার। আগামী বুধবার স্ট্রাসবর্গের বিপক্ষে খেলতে নামবে পিএসজি। তার আগে নেইমারের চোট নিয়ে পিএসজির কোচ টমাস টুখেল বলেছেন, 'কিছুদিন আগে ক্যামেরুনের বিপক্ষে খেলতে গিয়ে নেইমার যে চোটে পড়েছিল, এই চোটটাকেও তেমনই মনে হচ্ছে। আশা করছি, স্ট্রাসবর্গের বিপক্ষে ম্যাচেই নেইমারকে ফিরে পাব আমরা।'

এদিকে নেইমারের চোট সম্পর্কে কারো ধারণা নেই বলে জানিয়ে নেইমারের ব্রাজিল-সতীর্থ থিয়াগো সিলভা বলেন, 'সত্যি বলতে কি, নেইমার কেমন চোটে পড়েছে আমরা কেউই জানি না। তবে নেইমারকে আমি চিনি, সে কখনোই কোনো ম্যাচ বসে থাকতে চায় না। তাই সে যদি কোনো ম্যাচ কোনো কারণে না খেলে, তাহলে অবশ্যই ধরে নিতে হবে নিশ্চয়ই কোনো ব্যাপার আছে। মেডিকেল পরীক্ষার ফল আমাদের হাতে আসলে বোঝা যাবে তার অবস্থা কেমন।'

নিউজওয়ান২৪/এএস

খেলা বিভাগের সর্বাধিক পঠিত