ঢাকা, ২২ নভেম্বর, ২০২৪
সর্বশেষ:

আবরারের ঘাতক সুপ্রভাত চালক রিমান্ডে

প্রকাশিত: ২০:১০, ২০ মার্চ ২০১৯  

গতকাল (মঙ্গলবার) রাজধানীর প্রগতি সরণির নদ্দায় বিইউপি শিক্ষার্থী আবরারকে চাপা দেওয়া সেই 'ঘাতক' বাসের চালক সিরাজুল ইসলামকে (২৪) ৭ দিনের রিমানন্ডে নিয়েছে পুলিশ। আজ (বুধবার) পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর হাকিম দেবদাস চন্দ্র অধিকারীর আদালত এ আদেশ দেন।

আদালত সূত্র জানায়, গুলশান থানার ওসি (অপারেশন) আমিনুল ইসলাম বেলা পৌনে ৩টার পর সিরাজুল ইসলামকে ঢাকা মহানগর হাকিম দেবদাস চন্দ্র অধিকারীর আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে আদালত ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন গুলশান থানা ওসি আমিনুল ইসলাম।

গতকাল মঙ্গলবার সকালে রাজধানীর প্রগতি সরণির নদ্দায় যমুনা ফিউচার পার্কের সামনের রাস্তায় বাসের অপেক্ষায় ছিলেন বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) ২০১৮-১৯ শিক্ষাবর্ষের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ছাত্র আবরাম আহম্মেদ চৌধুরী। এসময় আচমকা সুপ্রভাত পরিবহনের একটি বাস তাকে এসে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন। 

এ ঘটনার পর থেকে সন্ধ্যা পর্যন্ত সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন তার সহপাঠীরা। আজ বুধবারও নিরাপদ সড়কের দাবিতে প্রগতি সরনি, কুড়িল বিশ্বরোড, রায়সাহেববাজার, সিটি কলেজ মোড়সহ বিভিন্ন  সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা।  

আরও পড়ুন
আইন আদালত বিভাগের সর্বাধিক পঠিত