ঢাকা, ২৯ জানুয়ারি, ২০২৫
সর্বশেষ:

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন বেনজেমা

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ০০:৪৮, ২০ ডিসেম্বর ২০২২  

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়ে দিলেন ফ্রান্সের তারকা স্ট্রাইকার কারিম বেনজেমা।

সোমবার রাতে নিজের টুইটার পোস্টে বিষয়টি নিশ্চিত করেন বেনজেমা নিজেই।

কাতার বিশ্বকাপ শুরুর ঠিক আগ মুহূর্তে ফুটবলের মহাযজ্ঞ থেকে ছিটকে যান ফরাসি তারকা স্ট্রাইকার বেনজেমা। ইনজুরির কারণে বিশ্বকাপ শুরু আগেই শেষ হয়ে গিয়েছিল তার খেলা।

স্কোয়াড থেকে তার নাম বাদ দেয়া হয় নি। আশা ছিল, ইনজুরি কাটিয়ে ঠিকই দলে ফিরবেন তিনি। দলের সঙ্গে থাকবেন ব্যাক টু ব্যাক শিরোপা জয়ের মিশনে।

দল ফাইনাল খেলেছে। শিরোপা বাগিয়ে নিতে না পারলেও দেখিয়েছে তাদের সেরা খেলাটা। আফসোস একটাই, মাঠে নামতে পারেননি বেনজেমা।

ফাইনালে ফ্রান্সের খেলা দেখার জন্য বেনজেমাকে দাওয়াতও দিয়েছিলেন ফরাসি প্রেসিডেন্ট। সেই আবেদনে সাড়া মেলেনি বেনজেমার পক্ষ থেকে।

বেনজেমা টুইটারে লিখেন, ‘আমি আজ যেখানে এসে দাঁড়িয়েছি, তা অনেক চেষ্টা এবং ভুলের সমন্বয়ে হয়েছে। আমি এর জন্য গর্বিত। আমি আমার গল্প লিখে ফেলেছি এবং এখানেই আমার শেষ।’

আন্তর্জাতিক অঙ্গনে ২০০৭ সালে অভিষেক হয় বেনজেমার। ২০১৪ সালে ফ্রান্সের জার্সি গায়ে প্রথম বিশ্বকাপ খেলেন তিনি।

গেল বিশ্বকাপেই কোচের সঙ্গে ঝামেলার কারণে খেলতে পারেননি। ভাগ্য সহায় হয়নি সদ্য শেষ হওয়া বিশ্বকাপেও। স্কোয়াডে থাকলেও ইনজুরির কারণে বিশ্বকাপ শুরুর আগেই ছিটকে পড়েন তিনি।

অভিষেকের পর থেকে ফ্রান্সের হয়ে বেনজেমা খেলেছেন ৯৭টি ম্যাচ। গোল করেছেন ৩৭টি।

খেলা বিভাগের সর্বাধিক পঠিত