আন্তর্জাতিক ক্রিকেটেকে বিদায় জানালেন আফ্রিদি
খেলা ডেস্ক
আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন পাকিস্তানি অলরাউন্ডার শহীদ আফ্রিদি। রবিবার পাকিস্তান সুপার লিগে পেশওয়ার জালমির হয়ে ২৮ বলে ৫৪ রানের ইনিংস খেলার পর এ ঘোষণা দেন হার্ডহিটার ব্যাটসম্যান।
পাকিস্তান জাতীয় দলের কিংবদন্তি এই অলরাউন্ডার বলেন, ‘আমার ভক্তদের কথা ভেবে লিগ ক্রিকেটে আরো দুই বছর খেলব, তবে আন্তর্জাতিক ক্রিকেটকে এ মূহূর্তে বিদায় জানাচ্ছি।’ অবসরের পরের ভাবনা বিষয়ে আফ্রিদি বলেন, ‘দেশ ও দলের জন্য সব সময় নিজেকে উজাড় করে খেলেছি আমি। তবে এখন আমার কাছে আমার ফাউন্ডেশনটা অনেক কিছু। এটাকে আরো বড় করতে চাই আমি।’
১৯৯৬ সালে কেনিয়ার বিপক্ষে নাইরোবিতে অভিষেক হয় সাহেবজাদা মোহাম্মাদ শহীদ খান আফ্রিদির। এরপর ২০১১ সাল পর্যন্ত পাকিস্তানের হয়ে ২৭টি টেস্টে ম্যাচে ৩৭ গড়ে ১,৭১৬ রান করেন এই ক্রিকেটার। ২০১০ সালে ক্রিকেটের ‘মক্কা’ খ্যাত লর্ডসে শেষ টেস্ট খেলেন তিনি। ২০১৫ সালে ওয়ানডে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালটাই তাঁর জীবনের শেষ ম্যাচ ছিল। পূর্ব ঘোষণা মতে, বিশ্বকাপের পরেই ওয়ানডে ক্রিকেট থেকে অবসর নেন এই ক্রিকেটার। ৩৯৮ ওয়ানডেতে ৮,০৭৪ রান করেন এই ফরম্যাটের সবচেয়ে সফল এই অলরাউন্ডার। বল হাতে নিয়েছেন ৩৯৫ উইকেট।
গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষে ক্রিকেটের সব ফরম্যাট থেকে অবসর নেওয়ার কথা ছিল আফ্রিদির। দল ব্যর্থ হলেও অবসরের ঘোষণা দেননি তিনি। তবে এর পর তাঁকে আর দলে রাখেননি নির্বাচকরা। পাকিস্তানের হয়ে ৯৮টি টি-টোয়েন্টি ম্যাচে ১,৪০৫ রান করেছেন তিনি। বল হাতে নিয়েছেন ৯৭ উইকেট।
ওয়ানডেতে আট হাজার রান ও সাড়ে তিনশর বেশি উইকেট নেওয়া একমাত্র ক্রিকেটার পাকিস্তানের এই অলরাউন্ডার। কেবল তাই নয়, টি-টোয়েন্টি ক্রিকেটে হাজার রান ও ৯০ উইকেট নেওয়া একমাত্র ক্রিকেটারও তিনি। আন্তর্জাতিক ক্রিকেটের সবচেয়ে বেশি ছয় মারার রেকর্ডটি এখনো আফ্রিদির দখলে।
নিউজওয়ান২৪.কম
- ছয় বলেই কেন এক ওভার?
- টিম ইন্ডিয়াকে নিয়ে বিদ্রুপ: ক্ষমা চেয়েছে প্রথম আলো!
- এবারো কী ১৪ জন খেলবে টাইগারদের বিরুদ্ধে!
- আনন্দবাজারকে মুস্তাফিজুর
`আপনা আপনিই ওটা হয়, কেউ শেখায়নি` - বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজের টিকিট যেভাবে পাবেন?
- ফের নগ্ন আম্পায়ারিংয়ের শিকার বাংলাদেশ
- রোনালদোকে বিয়ের দাওয়াত দিলেন মেসির স্ত্রী
- বিজয় দিবসে লিভারপুলের শুভেচ্ছা
- অনুশীলনের ফাঁকে মাশরাফির ‘দুষ্টুমি’ (ভিডিও)
- দেশের মাটিতে ‘কিংবদন্তী‘র শেষ ম্যাচ!
- সেই সৌম্যই সমাধান?
- `লিটইন্যা`র সেঞ্চুরি
- গেইলের ১৮+
- প্রীতির দলে নেই শেবাগ, প্রশ্ন উঠেছে ‘সম্পর্ক’ নিয়ে!
- যে কারণে মেসির কথা শুনে কেঁদেছিল পুরো আর্জেন্টিনা দল