ঢাকা, ২০ এপ্রিল, ২০২৫
সর্বশেষ:

আগুনে পুড়ে ছাই বাজারের চারটি দোকান

পিরোজপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৪:০৯, ১৮ নভেম্বর ২০১৮  

ফাইল ছবি

ফাইল ছবি

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় শনিবার রাতে আগুনে পুড়ে গেছে তেতুলতলা বাজারের চারটি দোকান। মঠবাড়িয়া ফায়ার সার্ভিস এক ঘণ্টার চেষ্টায় আগুন নেভায়। এতে ১৬ লাখ টাকার ক্ষয়ক্ষতির আশঙ্কা করছেন ব্যবসায়ীরা।

ক্ষতিগ্রস্থ ব্যবসায়ী বাদল শীল বলেন, শনিবার রাত সাড়ে ১০টায় বাজারের ইউনুস খার খাবার হোটেল থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়লে একটি ওষুধের ফার্মেসি, একটি মুদি দোকান, একটি চায়ের দোকান পুড়ে যায়।

মঠবাড়িয়া ফায়ার সার্ভিসের ইউনিট লিডার মো. বেল্লাল হোসেন বলেন, আগুন লাগার খবর পেয়ে ২০ মিনিটের মধ্যে আমরা ঘটনাস্থলে আসি। এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

নিউজওয়ান২৪/জেডএস

আরও পড়ুন
স্বদেশ বিভাগের সর্বাধিক পঠিত