আওয়ামী লীগের দলীয় মনোনয়ন চূড়ান্ত: কাদের
নিজস্ব প্রতিবেদক
ফাইল ছবি
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আওয়ামী লীগ আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন চূড়ান্ত করেছে। বুধবার সকালে রাজধানীর সচিবালয়ের সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সভাকক্ষে ভারতীয় হাই কমিশনার হর্ষবর্ধন শ্রীংলার সঙ্গে বৈঠক শেষে তিনি এ কথা বলেন।
এ সময় তিনি আরো বলেন, তবে জোটের শরীক দলগুলোর সঙ্গে আসন ভাগাভাগির বিষয়ে আলোচনা চলছে। আগামী ২৫ তারিখের মধ্যে জোটগতভাবে মনোনয়ন তালিকা প্রকাশ করা হবে। সেতুমন্ত্রী বলেন, জোটের শরীকদের ৬৫ থেকে ৭০ টি আসন ছেড়ে দেয়া হবে। এর বাইরে আমরা যাব না।
তিনি বলেন, দলীয়ভাবে আওয়ামী লীগের মনোনয়নের তালিকা ঘোষণার সিদ্ধান্ত ছিল। পরে শরীকদের অনুরোধে আমরা এ সিদ্ধান্ত পরিবর্তন করেছি। জোটগতভাবে দলীয় মনোনয়ন ঘোষণা করার সিদ্ধান্ত নিয়েছি।
তিনি আরো বলেন, আমরা আমাদের জোটের শরীকদের জয়লাভ করার মত ও গ্রহণযোগ্য প্রার্থীদের মনোনয়ন দেয়ার জন্য বলেছি। কারণ, প্রতিপক্ষকে দুর্বল ভাবা যাবে না।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ভিডিও কনফারেন্সের মাধ্যমে দলীয় প্রার্থীদের সাক্ষাতকার গ্রহণের বিষয়ে তিনি বলেন, নির্বাচন কমিশন (ইসি) এ বিষয়ে যা বলেছে তা যথার্থই বলেছে। কারণ, দেশের বাইরে থেকে স্কাইপের মাধ্যমে কথা বললে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার কোন বিধান আরপিওতে উল্লেখ নেই।
ভারতীয় হাইকমিশনারের সঙ্গে বৈঠকের বিষয়ে সেতুমন্ত্রী কাদের বলেন, ভারতের সঙ্গে আমাদের অনেকগুলো প্রকল্প রয়েছে। এগুলো নিয়ে তাদের সঙ্গে মাঝে মাঝে বৈঠক অনুষ্ঠিত হয়। তারই অংশ হিসেবে এ বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
নিউজওয়ান২৪/এএস
- কেন ‘উল্টে’ গেলেন এরশাদ
- বিএনপিতে যে পদ পাচ্ছেন তারেক স্ত্রী জোবাইদা
- এরশাদের এ কেমন অসুখ?
- এরশাদের ‘তেলেসমাতি খেইল’
- আসন ভাগাভাগি নিয়ে বিরোধ, বেকায়দায় ঐক্যফ্রন্ট
- হঠাৎ প্রধানমন্ত্রীর কার্যালয়ে মাহি
- কে হবেন প্রধানমন্ত্রী?
- বিএনপির মনোনয়ন চিঠি
একই আসনে স্বামী-স্ত্রী! - ফের সক্রিয় হচ্ছেন এরশাদের সাবেক স্ত্রী বিদিশা?
- ড. কামালের ‘ডাইরেক্ট’ হুমকি
- নির্বাচন থেকে সরে দাঁড়ালেন ড. কামাল
- এরশাদের মেয়ে মৌসুমীর বিরুদ্ধে মামলা
- যেসব তথ্য গোপন করলেন এরশাদ
- ভিডিও কলে স্ত্রীর সঙ্গে মিলন, কী কথা হয় তাদের? (ভিডিও)
- স্বামী তন্ময়ের সঙ্গে মাঠে স্ত্রী, ভোট চাইলেন নৌকায়! ভিডিও