আওয়ামী লীগ ক্ষমতায় এলে উন্নয়ন হয়: শেখ হাসিনা
নিজস্ব প্রতিবেদক
ছবি: সংগৃহীত
আওয়ামী লীগ দেশে গণতন্ত্র ফিরিয়ে এনেছে জানিয়ে প্রধানমন্ত্রী ও দলটির সভানেত্রী শেখ হাসিনা বলেছেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এলে উন্নয়ন হয়, জনগণের কল্যাণ হয়, আওয়ামী লীগ জনগণের সেবা করে।
শনিবার বিকাল ৪টায় সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে জেলা ও মহানগর আওয়ামী লীগের উদ্যোগে নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন।
এছাড়া, সিলেট বিভাগের উন্নয়নের প্রসঙ্গে তিনি বলেন, টাঙুয়ার হাওরে পর্যটনকেন্দ্র নির্মাণ করে দিচ্ছি। হাওরবাসী যেনো শুধু ফসল না, হাঁস-মুরগির চাষ ও অন্যান্য পেশায় যুক্ত হতে পারেন, সেজন্য কাজ করছি। তরুণদের কর্মসংস্থানের ব্যবস্থা করছি। এখানকার প্রাচীন নাম ‘শ্রীহট্ট’ নামে এখানে (সিলেটে) আমরা অর্থনৈতিক অঞ্চল করে দিচ্ছি। সিলেট বিভাগের সার্বিক উন্নয়নে ব্যাপক কর্মসূচি বাস্তবায়ন করে যাচ্ছি।
এসময় বিএনপি-জামায়াতের প্রসঙ্গে শেখ হাসিনা বলেন, ‘বিএনপি-জামায়াত যখন ক্ষমতায় ছিল, আঙুল ফুলে কলাগাছ হয়েছে। এবারও নমিনেশন দেওয়ার ক্ষেত্রে প্রতিটি আসনে ৪-৫ জনকে নমিনেশন দিয়েছে। এরপর টাকা নিয়ে, যে বেশি টাকা দিয়েছে, তাকে মনোনয়ন দিয়েছে। এনাম আহমেদ চৌধুরী আওয়ামী লীগে যোগ দিয়েছেন। তাকে ধন্যবাদ জানাই। তিনি কী বলেছেন, তিনি বলেছেন- টাকা দিলে মনোনয়ন দেয়, নাহলে মনোনয়ন নাই। লন্ডনে বসে একজন এসব করছে। একে কী রাজনীতি বলে! এসব করতে দেওয়া হবে না।
নৌকা মার্কায় ভোট চেয়ে তিনি আরও বলেন, আমরা সংগ্রাম করেছি, আন্দোলন করেছি, গণতন্ত্র ফিরিয়ে এনেছি। আওয়ামী ক্ষমতায় এলে মানুষের উন্নয়নে কাজ করে। এই সংগঠন উপমহাদেশের অন্যতম পুরাতন সংগঠন। এটি বঙ্গবন্ধুর সংগঠন। নৌকা মার্কায় ভোট দিয়ে আমরা স্বাধীন বাংলাদেশ পেয়েছি, মাতৃভাষায় কথা বলার অধিকার পেয়েছি। আপনারা নৌকা মার্কায় ভোট দেবেন, যাতে সরকার গঠন করে আবারও আপানদের জন্য কাজ করতে পারি। আওয়ামী মানুষের উন্নয়নের জন্য কাজ করে।’
শেখ হাসিনা আরও বলেছেন, হবিগঞ্জে আওয়ামী লীগের সাবেক অর্থমন্ত্রী কিবরিয়া সাহেবকে হত্যা করা হয়েছে বিএনপি-জামায়াত সরকারের আমলে। কতো যে মানুষকে হত্যা করা হয়েছে, বাংলাদেশকে বিশ্বের কাছে জঙ্গিবাদের দেশ হিসেবে পরিচয় করিয়েছে, সন্ত্রাসের দেশ হিসেবে পরিচয় করিয়েছে। তারা মানুষ পুড়িয়ে মেরেছে, এতিমের অর্থ আত্মসাৎ করেছে। এরপর এদেশের মানুষ সংগ্রাম করেছে। ২০০৮ সালে আবারও নৌকা মার্কায় ভোট দিয়ে আপনারা আওয়ামী লীগকে ক্ষমতায় এনেছেন। গত দশ বছরে আমাদের সরকার মানুষের ভাগ্যোন্নয়নের জন্য কাজ করেছে। বিশ্বে আজকে বাংলাদেশ মর্যাদা পেয়েছে।
খালেদা জিয়া ও তারেক রহমোনের প্রসঙ্গে তিনি বলেন, খালেদা জিয়ার বিরুদ্ধে আওয়ামী লীগ সরকার মামলা দেয়নি। দিয়েছে তারই মনোনীত লোকরা। দশ বছর ধরে সেই মামলা চলেছে। সেই মামলাতেই আজ সে কারাগারে। এদিকে তারেক রহমান একুশে আগস্ট গ্রেনেড দিয়ে মানুষ হত্যা মামলার আসামি, মানি লন্ডারিং মামলার আসামি, আজকে বিদেশের মাটিতে বসে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে সে।
বক্তব্যের শেষ পর্যায়ে জঙ্গিবাদমুক্ত উন্নত বাংলাদেশ গড়ার ঘোষণা দিয়ে সিলেট বিভাগের চার জেলার সব আসনের আওয়ামী লীগ ও মহাজোটের প্রার্থীদের পরিচয় করিয়ে দিয়ে সর্বস্তরের মানুষের কাছে ভোট চেয়েছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।
নিউজওয়ান২৪/এএস
- কেন ‘উল্টে’ গেলেন এরশাদ
- বিএনপিতে যে পদ পাচ্ছেন তারেক স্ত্রী জোবাইদা
- এরশাদের এ কেমন অসুখ?
- এরশাদের ‘তেলেসমাতি খেইল’
- আসন ভাগাভাগি নিয়ে বিরোধ, বেকায়দায় ঐক্যফ্রন্ট
- হঠাৎ প্রধানমন্ত্রীর কার্যালয়ে মাহি
- কে হবেন প্রধানমন্ত্রী?
- বিএনপির মনোনয়ন চিঠি
একই আসনে স্বামী-স্ত্রী! - ফের সক্রিয় হচ্ছেন এরশাদের সাবেক স্ত্রী বিদিশা?
- ড. কামালের ‘ডাইরেক্ট’ হুমকি
- নির্বাচন থেকে সরে দাঁড়ালেন ড. কামাল
- এরশাদের মেয়ে মৌসুমীর বিরুদ্ধে মামলা
- যেসব তথ্য গোপন করলেন এরশাদ
- ভিডিও কলে স্ত্রীর সঙ্গে মিলন, কী কথা হয় তাদের? (ভিডিও)
- স্বামী তন্ময়ের সঙ্গে মাঠে স্ত্রী, ভোট চাইলেন নৌকায়! ভিডিও