অল্পের জন্য রেকর্ড গড়া হলো না ইমরুলের
নিজস্ব প্রতিবেদক
ফাইল ছবি
জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে পুরো সিরিজে খেলেছেন দুর্দান্ত। কিন্তু এতো অর্জনের পরও একটা আক্ষেপ থেকে গেছে ইমরুল কায়েসের আর সেই আক্ষেপের কথা ম্যাচ শেষে গণমাধ্যমের সঙ্গে কথা বলার সময় ইমরুলের মুখ থেকেই শোনা গেলো এর কারণ।
তিনি বলেন, আসলে আমি জিরো রানেও আউট হতে পারতাম। ক্রিকেটে এটা হতে পারে। কিন্তু টানা তিনটা সেঞ্চুরি হলে আরও ভালো লাগতো। যেহেতু দেশের হয়ে এটা আগে কেউ করেনি। আমিই প্রথম করতাম। না হওয়াতে আক্ষেপ তো হচ্ছেই।
ঢাকার মিরপুর স্টেডিয়ামে জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ম্যাচে অনবদ্য ১৪৪ রানের ইনিংসের পর চট্টগ্রামে দ্বিতীয় ও শেষ ম্যাচে ৯০ ও ১১৫ রানের ইনিংস। শুধু ইমরুল কেনো, যে কোনো ব্যাটসম্যানের জন্যই ব্যাপারটা দারুন সুখকর।
তবে দেশের হয়ে রেকর্ড করার পাশাপাশি একটি বিশ্ব রেকর্ডও যে ইমরুল কায়েস অল্পের জন্য মিস করে ফেললেন, সে কথা জানাই ছিলো না তার। পাকিস্তানের হার্ড হিটার ব্যাটসম্যান বাবর আজমের তিন ম্যাচে করা ৩৬০ রান থেকে মাত্র ১১ রান দূরে ছিলেন তিনি। তবে মজার বিষয় হচ্ছে ব্যাপারটা জানতেনই না ইমরুল! তাই ক্রিকেটের বিশ্ব রেকর্ড এ তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রহকারী হিসেবেই সন্তুষ্ট থাকতে হচ্ছে তাকে।
গণমাধ্যমের সঙ্গে আলাপচারিতায় ব্যাপারটা জানার পর টানা তিন ম্যাচে সেঞ্চুরি না পাওয়ার আক্ষেপের সঙ্গে আরো একটি আক্ষেপ হয়তো বাড়বে তার!
নিউজওয়ান২৪/জেডএস
- ছয় বলেই কেন এক ওভার?
- টিম ইন্ডিয়াকে নিয়ে বিদ্রুপ: ক্ষমা চেয়েছে প্রথম আলো!
- এবারো কী ১৪ জন খেলবে টাইগারদের বিরুদ্ধে!
- আনন্দবাজারকে মুস্তাফিজুর
`আপনা আপনিই ওটা হয়, কেউ শেখায়নি` - বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজের টিকিট যেভাবে পাবেন?
- ফের নগ্ন আম্পায়ারিংয়ের শিকার বাংলাদেশ
- রোনালদোকে বিয়ের দাওয়াত দিলেন মেসির স্ত্রী
- বিজয় দিবসে লিভারপুলের শুভেচ্ছা
- অনুশীলনের ফাঁকে মাশরাফির ‘দুষ্টুমি’ (ভিডিও)
- দেশের মাটিতে ‘কিংবদন্তী‘র শেষ ম্যাচ!
- সেই সৌম্যই সমাধান?
- `লিটইন্যা`র সেঞ্চুরি
- গেইলের ১৮+
- প্রীতির দলে নেই শেবাগ, প্রশ্ন উঠেছে ‘সম্পর্ক’ নিয়ে!
- যে কারণে মেসির কথা শুনে কেঁদেছিল পুরো আর্জেন্টিনা দল