অবশেষে সেই `রগচটা` সার্জেন্ট মেহেদী বরখাস্ত
স্টাফ রিপোর্টার

ঢাকা: ধানমণ্ডিতে গাড়িচালককে মারধরের ভিডিও ক্লিপ ফেসবুকে ভাইরাল হওয়ার সূত্রে ব্যাপক সমালোচনার মুখে পড়েছিলেন শিক্ষানবিশ সার্জেন্ট মেহেদী ইউসুফ। তার সূত্র ধরে সমালোচনা বা ক্ষোভের ভারটা অনেক ক্ষেত্রেই পুরো পুলিশ বাহিনীর দিকে ছুটছিল।
ওই ভিডিও যে পুলিশ বিদ্বেষী মনোভাবকে জনমনে চাঙ্গা করছিল এটা অনুধাবন করতে পেরেছে কর্তৃপক্ষ- তার প্রমাণ, `অপেশাদার` ওই সার্জেন্টকে সাময়িক বরখাস্ত করণ।
ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) আজ (সোমবার) জানিয়েছে, ‘অসদাচরণ, অপেশাদারমূলক ও শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডের জন্য’ তাকে রোববার চাকরি থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। জানা গেছে, ঘটনার পরদিনই অর্থাৎ গত রোববারই বরখাস্ত করা হয়েছে বেপরোয়া স্বভাবের ওই তরুণ পুলিশকে।
ধানমণ্ডি ৭/এ সড়কে শনিবার বিকালের ওই ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানান, কেএফসির সামনে রাখা একটি গাড়ির চালক ইউসুফ ফরাজীর কাছে সার্জেন্ট মেহেদী গাড়ির কাগজপত্র চাইলে তা নিয়ে কথাকাটাকাটি শুরু হয়। একপর্যায়ে ফরাজীকে বেধড়ক মারধর করেন সার্জেন্ট মেহেদী।
ডিএমপি সূত্র জানায়, ভিডিওতে তাকে অহেতুক হিংস্র আর বেপরোয়া হয়ে উঠতে দেখা যায়। যা সিনিয়র কর্মকর্তাসহ সাধারণ পুলিশ সদস্যদেরও বিব্রত করেছে। কর্তৃপক্ষ এবং সরকার যখন পুলিশের ইতিবাচক ভাবমূর্তি তুলে ধরতে সচেষ্ট- তখন এ ধরনের আচরণ মোটেই বরদাস্ত করার মতো নয় বলে মনে করছেন দায়িত্বশীল কর্মকর্তারা।
এ বিষয়ে ডিএমপির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, “তার (মেহেদী) এ ধরনের ব্যক্তিগত অসদাচরণ ও অপেশাদারমূলক কার্যকলাপের দায়ভার বাংলাদেশ পুলিশ নেবে না।”
ঘটনা তদন্তে গঠিত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে মেহেদীর বিরুদ্ধে ‘যথাযথ বিভাগীয় ব্যবস্থা’ নেওয়া হবে বলেও জনিয়েছে ডিএমপি।
পুলিশ সূত্র জানায়, ২০১৫ সালে পুলিশে নিয়োগ পাওয়া সার্জেন্ট মেহেদী ইউসুফের শিক্ষানবিশীকাল এখনও শেষ হয়নি।
নিউজওয়ান২৪.কম/এসএল
- বিশ্বের সবচেয়ে প্রভাবশালী মুসলিম নারী শেখ হাসিনা
- সিরাজুল আলম খান রহস্য, একটি রাজনৈতিক বিতর্ক
- ঘটনা গুরুতর: প্রধান বিচারপতির উত্তরের আশায় পুরো বাংলাদেশ!
- পিরিয়ডের সময় যে খাবারগুলো ক্ষতিকর
- ‘ডোপ টেস্ট’ কী? জেনে নিন...
- দুর্লভ সাদা গোখরাটি জ্যান্ত গিলে খেল অপর সাপকে! (ভিডিও)
- মইনুলকে জানি না তবে মাসুদা ভাট্টি চরিত্রহীন: তসলিমা
- আহ! কাকের বাসা
- উন্মাদের পরিবেশ সচেতনতা কার্টুন প্রদর্শনী শুরু
- র্যাবের নয়া এডিজি কর্নেল আনোয়ার লতিফ খান, পিএসসি
- ৫ বছর আগের কার্টুনের বক্তব্য...
- বিবস্ত্র হয়ে ঘর পরিষ্কার, অতঃপর...
- কেমন যাবে আপনার আজকের দিন
- গরীবের কংকাল ঢাকে ধনবানের স্ফীত উদর!
- রওশনের বাবা নাকি এরশাদ?- প্রথম আলো