ঢাকা, ২১ এপ্রিল, ২০২৫
সর্বশেষ:

অনৈসলামিক হেয়ারকাট-নেকলেসের জন্য ৫০ সৌদি তরুণ গ্রেফতার

আইন-কানুন ডেস্ক

প্রকাশিত: ১৭:২৮, ২১ জুন ২০১৬   আপডেট: ১১:০৩, ২৩ জুন ২০১৬

খেলা শুরুর আগে কাঁচির তলায় ফুটবলারের অনৈসলামিক হেয়ারকাট      -ফাইল ফটো

খেলা শুরুর আগে কাঁচির তলায় ফুটবলারের অনৈসলামিক হেয়ারকাট -ফাইল ফটো

ইসলামি তরিকায় যায় না এমন ধরনের চুলেরছাট আর নেকলেস ও অন্যান্য গহনাদ্রব্য ব্যবহারের অভিযোগে ৫০ সৌদি তরুণকে গ্রেফতার করেছে দেশটির পুলিশ।

সৌদি অনলাইন সংবাদ মাধ্যম সাবক জানায়, ওই তরুণদের রমজানের বিশেষ অভিযানে পাকড়াও করা হয়েছে। তাদেরকে ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্টের হাতে ন্যস্ত করা হয়েছে পরবর্তী কার্যক্রমের জন্য।

কর্মকর্তারা জানান, অদ্ভূত রকমের চুলের ছাট, হাতে বা বুকে ঝোলানো চেইন, মাথায় বাঁধা রুমাল, সংক্ষিপ্ত জামাকাপড় এবং অশালীন আরও কিছু পড়া ছিল তারা।

তরুণ-তরুণীদের আটককারী আইনপ্রয়োগকারী সংস্থার ওই গ্রুপটি যাদের মধ্যে নারী সদস্যও আছেন তারা জনগণকে ধর্মীয় অনুশাসন বিরোধী স্বভাব এবং সংস্কৃতির বিষয়ে জনগণকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে।

কঠোর ইসলামি অনুশাসনে চলা রাজতন্ত্র সৌদি আরব খুবই রক্ষণশীল এক দেশ যেখানে নারীরা আপাদমস্তক ঢাকা পোশাক পড়ে। তাদের স্বাধীনভাবে একা গাড়ি চালানোর অনুমতি নেই এবং বেগানা পুরুষের সঙ্গে মেলামেশা এমনকি বাতচিত করাও নিষিদ্ধ। ৩০ বছর বয়সের বেশি নারীরা গাড়ি চালাতে পারেন তবে মুখে কোনো সাজসজ্জা করা চলবে না যা অন্যকে আকৃষ্ট করে।সঙ্গে পুরুষ অভিভাবক ছাড়া ভ্রমণও নিষেধ নারীদের।

মাস কয়েক আগে সৌদি আরবে ফুটবল খেলোয়াড়দের অনৈসলামিক স্টাইলের (কাজা স্টাইল) হেয়ারকাট নিষিদ্ধ করা হয়। কাজা স্টাইল হেয়ারকাটের বৈশিষ্ট্য হচ্ছে মাথার কিছু অংশ শেভ করা এবং বাকি অংশ না করা। এ ধরনের হেযারকাটের জন্য সম্প্রতি একটি ম্যাচ শুরুর আগে তিনজন খেলোয়াড়কে খেলা থেকে বিরত রাখে সৌদি ফুটবল অ্যাসোসিয়েশন।

গত ৭ এপ্রিল থেকে চালু হওয়া ডিক্রি মতে- সৌদি দেশি বা বিদেশি কোনো খেলোয়াড় অনৈসলামিক কায়দায় চুল ছাটতে পারবে না। ২০১২ সালের এক ফুটবল ম্যাচের আগে দিয়ে গোলকিপার ওয়ালিদ আব্দুল্লাহর ‘অনৈসলামিক’ হেয়ারকাট পরিবর্তন করতে হয় রেফারির নির্দেশে। ২০০৯ সালে এ ধরনের হেয়ারকাট নিষিদ্ধ করা হয়। তবে তার প্রয়োগ বিলম্বিত হয়।

নিউজওয়ান২৪.কম/আরকে

ইত্যাদি বিভাগের সর্বাধিক পঠিত