ঢাকা, ২০ এপ্রিল, ২০২৫
সর্বশেষ:

অগ্নিকাণ্ডের বলি নটরডেম ক্যাথেড্রাল, ধসে পড়লো চূড়া

বিশ্ব সংবাদ ডেস্ক

প্রকাশিত: ১০:০১, ১৬ এপ্রিল ২০১৯  

পুড়ছে নটরডেম ক্যাথেড্রাল                ছবি: রয়টার্স

পুড়ছে নটরডেম ক্যাথেড্রাল ছবি: রয়টার্স

কেউ প্যারিস গিয়েছেন কিন্তু আইফেল টাওয়ার আর নটরডেম ক্যাথেড্রালে একবারও নজর বোলাননি- এমনটি হতে পারে না। সোমবার ফ্রান্সের রাজধানীর কেন্দ্রস্থলে অবস্থিত নটরডেম ক্যাথেড্রাল ভয়াবহ অগ্নিকাণ্ডের শিকার হয়। এতে ধসে পড়েছে  সাড়ে আট শ বছরের পুরনো এই গির্জা (ক্যাথেড্রাল) ভবনের চূড়া। প্যারিসের কেন্দ্রস্থলের সেইন নদীর মাঝের এক দ্বীপে খ্রিস্টানদের এই উপাসনা কেন্দ্রটির অবস্থান। 

ফরাসি ঐতিহ্যের ধারক এই ‘আইকনিক’ স্থাপনায় কিভাবে আগুন লাগল তা নিশ্চিত করে এখনো বলতে পারেনি কেউ। তবে ভবন সংস্কার কাজের সূত্রে ঘটা কোনো সমস্যা থেকে এই আগুনের সূত্রপাত বলে ফরাসি কর্মকর্তাদের উদ্ধৃত করে বিবিসি জানিয়েছে।

অনেকেই এটিকে নাশকতা বলে ধারণা করলেও এক কর্মকর্তা রয়টার্সকে বলেন, এই অগ্নিকাণ্ডকে দুর্ঘটনা হিসেবেই দেখছেন তারা।
 
একজন প্রত্যক্ষদর্শী রয়টার্সকে বলেন, পুরো ছাদই ধসে পড়েছে, বলা যায়, এই ভবনের আর কোনো আশা নেই।
প্যারিসের মেয়র অ্যান হিদালগো এ ঘটনাকে ‘ভয়ানক অগ্নিকাণ্ড’ আখ্যায়িত করে বলেছেন, অগ্নি নির্বাপক বাহিনী ভবনটি ঘিরে যে সতর্কতামূলক বেষ্টনি তৈরি করেছেন, নাগরিকরা যেন নিরাপত্তার স্বার্থে তার বাইরে অবস্থান করেন।
ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ  জাতির উদ্দেশে তার পূর্ব নির্ধারিত ভাষণ স্থগিত করেছেন বলে এলিজে প্রসাদের পক্ষ থেকে জানানো হয়েছে। খবর পেয়েই তিনি ঘটনাস্থলে ছুটে যান।

খ্রিস্টীয় একাদশ শতকে শুরু হয়েছিল ক্যাথেড্রালটির নির্মাণ কাজ। একশ বছর লেগেছিল কাজ শেষ করতে। তারপর অবম্য কয়েকবার সংস্কার করা হয় নটরডেমকে। জগৎখ্যাত ফরাসি বিপ্লবের সময় এই ক্যাথেড্রাল ক্ষতিগ্রস্ত হয়ে দীন-হীন হয়ে পড়েছিল, চলে যাচ্ছিল জনমানুষের মনোযোগ বিন্দু থেকে । কিন্তু ভিক্টর হুগোর সাড়াজাগানো উপন্যাস হ্যাঞ্চব্যাক অফ নটরডেম বা নটরডেমের কুঁজো প্রকাশিত হওয়ার পর সবাই যেন নতুন করে আবিষ্কার করে প্যারিস শহরের এই ধর্মীয় পীঠস্থানকে।

এরপর গির্জাটি সংস্কারে বড় উদ্যোগ নেওয়া হয় ১৮৪৫ সালে। টানা ২৫ বছরের সংস্কার কাজের পর পুনরায় দৃষ্টিনন্দন অবস্থায় ফিরে পায় ইউরোপে মধ্যযুগের শেষার্ধ্বের গুরুত্বপূর্ণ স্থাপনা নটরডেম ক্যাথেড্রাল।

প্রসঙ্গত, গত বছর ফ্রান্সের ক্যাথলিক চার্চগুলো নটরডেম ক্যাথেড্রাল রক্ষায় তহবিল যোগাতে ফরাসি সর্বসাধারণের প্রতি আহ্বান জানায়। এর ধারাবাহিকতায় শুরু হয় সংস্কার কাজ। কিন্তু সেই সংস্কার কাজই ভবনটি বিলীন করে দেওয়ার ক্ষেত্রে ভুমিকা রাখল বলে এখন মনে করা হচ্ছে।

নিউজওয়ান২৪.কম/এলএন

আরও পড়ুন
বিশ্ব সংবাদ বিভাগের সর্বাধিক পঠিত