NewsOne24

হিন্দুরা দেখাশোনা করে যে মসজিদ 

ধর্ম ডেস্ক

নিউজওয়ান২৪

প্রকাশিত : ১২:৪৮ পিএম, ৩ সেপ্টেম্বর ২০১৯ মঙ্গলবার

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

ভারতের ‌বিহারের নালন্দার ছোট্ট এক গ্রাম মারি’তে ঐতিহাসিক বিশাল এক মসজিদের অবস্হান।

যেখানে মুসলমানদের সংখ্যা কম। তাই মসজিদের খেদমতে সব সময় মুসলিমরা সময় দিতে পারেন না। যার ফলে অযত্ন অবহেলায় নষ্ট হওয়ার উপক্রম হয় মসজিদটির। তাই মুসলিমদের অনুপস্থিতিতে মসজিদের দেখাশোনার দায়িত্ব গ্রহণ করে স্থানীয় হিন্দুরা।

ভারতীয় সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, মারি গ্রামে আগে মুসলমানদের সংখ্যা বেশি থাকলেও নানা কারণে দিনদিন মুসলিমদের সংখ্যা কমে গেছে। মসজিদের খেদমতে সব সময় স্থানীয় মুসলমানরা সময় দিতে পারেন না।

তাছাড়া এতো কম সংখ্যক জনবল নিয়ে এতো বড় মসজিদ রক্ষণাবেক্ষণও প্রায় অসম্ভব হয়ে পড়েছিল তাদের কাছে। যার ফলে অযত্ন অবহেলায় নষ্ট হওয়ার উপক্রম হয় মসজিদটির। তাই মুসলিমদের অনুপস্থিতিতে সম্প্রীতির বন্ধনস্বরূপ স্থানীয় হিন্দুরা মসজিদের দেখাশোনার দায়িত্ব গ্রহণ করেছে।

এএনআই আরো জানায়, মাঝেমধ্যে ওয়াক্ত হলে আজান দেয়ার মতো মুয়াজ্জিন খুঁজে পায়না স্থানীয়রা। সে বিষয়টি সুরাহা করতে স্থানীয় হিন্দুরাই আজানের সময় হলে পেনড্রাইভে সেভ করা আজান মাইকে বাজিয়ে থাকেন।

নিউজওয়ান২৪.কম/এমজেড