NewsOne24

হেল্পলাইন ১৬২৬৩ এ কল করলেই ডাক্তারের পরামর্শ 

নিউজ ডেস্ক

নিউজওয়ান২৪

প্রকাশিত : ১১:৪৫ এএম, ২৮ আগস্ট ২০১৯ বুধবার

ফাইল ফটো

ফাইল ফটো

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় পরিচালিত সেবা স্বাস্থ্য বাতায়নের হেল্পলাইন ১৬২৬৩ এ কল করে যে কোনো বিষয়ে সরাসরি ডাক্তারের পরামর্শ পাওয়া যাবে। 

এই হেল্পলাইন দিনরাত ২৪ ঘন্টা সেবায় নিয়োজিত। এমনকি মেসেজে প্রেসক্রিপশন পাঠিয়ে দিচ্ছেন ডাক্তাররা। 

ডাক্তারের পরামর্শ ছাড়াও স্বাস্থ্য বাতায়ন থেকে সরকারি হাসপাতাল, ডাক্তারের তথ্য কিংবা স্বাস্থ্যসেবা বিষয়ক অন্যান্য যে কোনো তথ্য এবং ফোন নাম্বার পাওয়া যাবে। সরকারি, বেসসরকারি স্বাস্থ্যসেবা অথবা হাসপাতাল বিষয়ক কোনো অভিযোগ কিংবা পরামর্শ থাকলেও এই নম্বরে জানানো যাবে।

জানা গেছে, প্রতিদিন হাজারো মানুষ সেবা নিচ্ছেন এই স্বাস্থ্য বাতায়ন থেকে। তবে এজন্য কলচার্জ দিতে হয়।

নিউজওয়ান২৪.কম/এমজেড