বাংলাদেশের যা কিছু প্রথম
শিক্ষাঙ্গন ডেস্ক
নিউজওয়ান২৪
প্রকাশিত : ১২:৩১ পিএম, ২৩ আগস্ট ২০১৯ শুক্রবার
ফাইল ফটো
যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাধারণ জ্ঞানের দক্ষতা আপনাকে এগিয়ে রাখবে অনেকখানি। সাধারণ জ্ঞানের নিয়মিত অনুশীলনই পরীক্ষায় ভাল করার একমাত্র উপায়।
চলুন একনজরে দেখে নিই গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন ও উত্তর-
বাংলাদেশের যা কিছু প্রথম:
১. বিশ্ববিদ্যালয় = ঢাকা বিশ্ববিদ্যালয়
২. রণতরী = বি এন এস পদ্মা
৩. পতাকা উত্তোলন = ২ মার্চ১৯৭১
৪. মুদ্রা চালু হয় = ৪ মার্চ ১৯৭২
৫. বিমান চালু হয় = ৪ ফেব্রুয়ারি ১৯৭২
৬. নোবেল বিজয়ী= ড.মুহম্মদ ইউনুস
৭. নির্বাচন কমিশনার = বিচারপতি মোহাম্মাদ ইদ্রিস
৮. বাংলা ছায়াছবি = মুখ ও মুখোশ
৯. বিমানবাহিনী প্রধান = এ কে খন্দকার
১০. নারী পাইলট = কানিজ ফাতেমা রোকসানা
১১. বাণিজ্য জাহাজ = বাংলার দূত
১২. নারী উপাচার্য = ফারজানা ইসলাম
১৩. এভারেস্ট জয়ী = মুসা ইব্রাহিম
১৪. নারী এভারেস্ট জয়ী = নিশাত মজুমদার
১৫. নারী স্পিকার = শিরিন শারমিন চৌধুরী
১৬.সেনাবাহিনী প্রধান = জেনারেল এমএজি ওসমানী
১৭. জাতীয় অধ্যাপক = শিল্পাচার্য জয়নুল আবেদীন
১৮. নিরক্ষরমুক্ত জেলা = মাগুড়া
১৯. নিরক্ষরমুক্ত গ্রাম= কচুবাড়ী কৃষ্টপুর
২০. স্বাধীন জেলা = যশোর
নিউজওয়ান২৪.কম/আ.রাফি