পৃথিবীর সবচেয়ে ব্যায়বহূল ঘোড়দৌড় হতে যাচ্ছে সৌদিতে
স্পোর্টস ডেস্ক
নিউজওয়ান২৪
প্রকাশিত : ০৯:৪৯ এএম, ২৩ আগস্ট ২০১৯ শুক্রবার
ফাইল ফটো
ঘৌড়দৌড় বিশ্বের একটি অন্যতম জনপ্রিয় প্রতিযোগিতা। এবার এ প্রতিযোগিতাকে অন্য মাত্রায় নিয়ে গেল সৌদি আরব।
সৌদি কাপ নামে বিশ্বের সবচাইতে ব্যায়বহূল ঘোড়দৌড়ের আয়োজন করতে যাচ্ছে সৌদি আরব।
সৌদি প্রিন্স বন্দর বিন খালিদ আল ফয়সল এ প্রতিযোগিতার ঘোষণায় বলেন এ প্রতিযোগিতায় ২০ মিলিয়ন ডলার প্রাইজমানি দেয়া হবে এবং এটি ফেব্রুয়ারি ২০২০ এ রিয়াদে কিং আবদুল আজিজ রেসট্র্যাকে অনুষ্ঠিত হবে।
বিজয়ী ঘোড়ার জন্য প্রাইজমানি থাকবে ১০ মিলিয়ন ডলার এবং অন্যান্য অংশগ্রহনকারীর জন্য বাকী ১০ মিলিয়ন ডলার।
১৮০০ মিটার দৈর্ঘের ট্র্যাকে এটি অনুষ্ঠিত হবে। এ প্রতিযোগিতায় অংশগ্রহন একদম ফ্রী। জকি ক্লাব অব সৌদি আরব আমন্ত্রীত প্রতিযোগী ঘোড়াসমুহের জাহাজে আনয়ন এবং এতদসংক্রান্ত আয়োজনের ব্যাবস্থা করার ঘোষনাও দিয়েছে।
নিউজওয়ান২৪.কম/আ.রাফি