NewsOne24

সিলেট বিভাগের শ্রেষ্ঠ শিক্ষার্থী জুড়ীর ফারজানা

গেরামের খবর

নিউজওয়ান২৪.কম

প্রকাশিত : ০১:২৫ এএম, ৮ মার্চ ২০১৭ বুধবার

মৌলভীবাজারের জুড়ী টি.এন.খানম একাডেমি ডিগ্রী কলেজের বিজ্ঞান বিভাগের একাদশ শ্রেণীর মেধাবী ছাত্রী ফারজানা চৌধুরী ২০১৭ সালের জাতীয় শিক্ষা সপ্তাহের প্রতিযোগিতায় সিলেট বিভাগের মধ্যে শ্রেষ্ঠ শিক্ষার্থী নির্বাচিত হয়েছে। জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ নির্বাচিত হতে আগামী ৯ মার্চ অনুষ্ঠিত প্রতিযোগিতায় সে অংশ নিচ্ছে।

জানা গেছে, মেধাবী শিক্ষার্থী ফারজানা চৌধুরী গত ১৫ ফেব্রুয়ারী অনুষ্ঠিত প্রতিযোগিতায় উপজেলা পর্যায়ে, ১৫ ফেব্রুয়ারী জেলা পর্যায়ে এবং ২৮ ফেব্রুয়ারী বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষার্থী নির্বাচিত হয়।

দুই বোনের কনিষ্ট ফারজানা ব্যবসায়ী একলিুমর রেজা চৌধুরী ও গৃহিনী জাহিদা ইয়াছমিনের মেয়ে।

অধ্যক্ষ অরুন চন্দ্র দাস জানান, জাতীয় পর্যায়ে নির্বাচিত হওয়ার প্রতিযোগিতায় অংশ নিতে ফারজানা ঢাকায় নায়েম ভবনে গেছে। তিনি আশাবাদি তার ছাত্রী দেশ শ্রেষ্ঠ শিক্ষার্থী নির্বাচিত হবে।

নিউজওয়ান২৪.কম