ডেঙ্গুতে আক্রান্ত জাতিসংঘের মিয়া সেপ্পো
নিউজওয়ান২৪
প্রকাশিত : ১১:০০ পিএম, ২৬ জুলাই ২০১৯ শুক্রবার

মিয়া সেপ্পো (ফাইল ফটো)
ঢাকায় ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন বাংলাদেশে জাতিসংঘের আবাসিক প্রতিনিধি মিয়া সেপ্পো।
শুক্রবার (২৬ জুলাই) মিয়া সেপ্পোর ডেঙ্গু আক্রান্তের বিষয়টি নিশ্চিত করেছেন সংস্থার আবাসিক কার্যালয়ের এক কর্মকর্তা।
নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা বলেন, কয়েকদিন ধরে মিয়া সেপ্পো জ্বরে ভুগছেন। ডাক্তারি পরীক্ষার পর ডেঙ্গুর বিষয়টি নিশ্চিত হয়েছে।
স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন্স সেন্টার অ্যান্ড কন্ট্রোল রুমের হিসাব বলছে, সারা দেশে ৯ হাজার ২৫৬ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় রাজধানীতে ৫৪৭ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন।