অবশেষে বরখাস্ত দুদক পরিচালক এনামুল বাছির গ্রেফতার
নিউজ ডেস্ক
নিউজওয়ান২৪
প্রকাশিত : ০১:২১ এএম, ২৩ জুলাই ২০১৯ মঙ্গলবার

ফাইল ফটো
ঘুষ কেলেঙ্কারি মামলার আসামি দুর্নীতি দমন কমিশনের (দুদক) বরখাস্ত পরিচালক খন্দকার এনামুল বাছিরকে গ্রেফতার করা হয়েছে।
সোমবার রাত ১০টার দিকে রাজধানীর মিরপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
আরো পড়ুন>>> ডিআইজি মিজানকে ঘুষ লেনদেনের মামলায় গ্রেফতার
এনামুল বাছিরের আইনজীবী কামাল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে বাছিরকে গ্রেফতারে দুদকের এনফোর্সমেন্ট টিম রাজধানীর শাজাহানপুর ও আজিমপুরে তিন দফা অভিযান চালিয়েছিল।
৪০ লাখ টাকা ঘুষ লেনদেনের ঘটনায় বাছিরসহ পুলিশের বিতর্কিত ডিআইজি মিজানুর রহমানের বিরুদ্ধে গত ১৬ জুলাই মামলা দায়ের করা হয়। ফরেনসিক পরীক্ষায় ঘুষ লেনদেন নিয়ে তাদের কথোপকথনের অডিও’র সত্যতা পাওয়ার পর তাদের বিরুদ্ধে এ মামলা দায়ের করা হয়।
নিউজওয়ান২৪.কম/আ.রাফি