মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশু মিম নিহত
গেরামের খবর
নিউজওয়ান২৪.কম
প্রকাশিত : ১১:৩৯ পিএম, ৬ মার্চ ২০১৭ সোমবার

গাইবান্ধায় অটোরিকশার ধাক্কায় মায়ের কোল থেকে ছিটকে পড়ে সুমাইয়া মিম নামে দশ মাস বয়সের এক শিশু নিহত হয়েছে। এসময় শিশুটির মা সোনালী বেগমও (৩০) আহত হয়েছেন।
সোমবার দুপুরে সদর উপজেলার লক্ষ্মীপুর বাজারে গাইবান্ধা-সুন্দরগঞ্জ সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মিম সদর উপজেলার মৌজা মালিবাড়ি গ্রামের ভূট্টু মিয়ার মেয়ে।
গাইবান্ধা সদর থানার ওসি এ কে এম মেহেদী হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার দুপুরে সোনালী বেগম লক্ষ্মীপুর বাজারে ব্র্যাক ব্যাংক থেকে ঋণের টাকা তুলে শিশুকন্যা মিমকে কোলে নিয়ে পায়ে হেটে বাড়ি ফিরছিলেন।
এসময় বাজার সংলগ্ন এলাকায় একটি অটোরিকশা সোনালীকে ধাক্কা দেয়। এতে শিশুটি তার কোল থেকে ছিটকে রাস্তায় পড়ে গিয়ে ঘটনাস্থলেই মারা যায়। এ ঘটনায় সোনালী বেগমও গুরুতর আহত হন।
আশংকাজনক অবস্থায় সোনালী বেগমকে উদ্ধার করে গাইবান্ধা আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিউজওয়ান২৪.কম