বাংলাদেশ ও ভারতে ভূমিকম্প
নিউজ ডেস্ক
নিউজওয়ান২৪
প্রকাশিত : ০৬:১১ পিএম, ১৯ জুলাই ২০১৯ শুক্রবার

ফাইল ফটো
রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূকম্পন অনুভূত হয়েছে। ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ভারতের অরুণাচল প্রদেশের ক্যামেং জেলার বমডিলা এলাকায়।
শুক্রবার দুপুর ৩টা ২২ মিনিট ১৫ সেকেন্ডে (ইউনিভার্সেল টাইম) এ ভূমিকম্প অনুভূত হয়।
আবহাওয়া অধিদফতরের সিসমিক সেন্টারের তথ্য অনুযায়ী, অরুনাচলে উৎপত্তিস্থলে ভূমিকম্পের মাত্রা রিখটার স্কেলে ছিল ৫ দশমিক ৫। ঢাকার আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র থেকে উৎপত্তিস্থল ৪৯৯ কিলোমিটার উত্তরপূর্বে অবস্থিত। সিলেট জেলা থেকে এর দূরত্ব ৩২৫ কিলোমিটার।
ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মমিনুল ইসলাম বলেন, বেলা তিনটা ২২ মিনিটে বাংলাদেশের বিভিন্ন স্থানে ভূকম্পন অনুভূত হয়েছে। এটি মাঝারি ধরনের ভূমিকম্প ছিল।
এ ভূমিকম্পের কারণে বাংলাদেশে হতাহতের কোনো সংবাদ পাওয়া যায়নি।
অপরদিকে ভারতীয় সংবাদ মাধ্যম ইনডিয়া টুডের একটি প্রতিবেদনে জানানো হয়, ভারতের স্থানীয় সময় দুপুর ২টা ৫৩ মিনিটে ভারতের অরুণাচল প্রদেশের ক্যামেং জেলার বমডিলা এলাকায় ভুমিকম্প অনুভূত হয়। যা রিক্টার স্কেলে ৫ দশমিক ৯ মাত্রার অনূভূত হয়।
নিউজওয়ান২৪.কম/এমজেড