NewsOne24

সুপার ওভারে ক্রিকেটের নতুন রাজা ইংল্যান্ড

স্পোর্টস ডেস্ক

নিউজওয়ান২৪

প্রকাশিত : ১২:৫৪ এএম, ১৫ জুলাই ২০১৯ সোমবার

ছবি: আইসিসি

ছবি: আইসিসি

১৯৭৫ বিশ্বকাপের প্রথম আসর থেকেই খেলছে ইংল্যান্ড। তিনবার ফাইনাল খেললেও অধরা ট্রফি জিততে পারেনি দলটি। সর্বশেষ ১৯৯২ সালের ফাইনালে পাকিস্তানের কাছে হেরেছিল ইংল্যান্ড। 

অবশেষে দীর্ঘ প্রতিক্ষার পর বিশ্বকাপ জিতলো ইংল্যান্ড। হলো ক্রিকেটের নতুন রাজা। 

২০১৫ বিশ্বকাপে ভরাডুবির পর নিজেদের নতুন করে সাজায় ইংলিশরা। এ বিশ্বকাপের শুরু থেকেই ব্যাট-বলে দারুণ পারফর্ম করেছে তারা। যোগ্য দল হিসেব উঠে যায় ফাইনালে। শেষ পর্যন্ত স্বপ্নের ট্রফি জয় করলো তারা। 

উত্তেজনাপূর্ণ ফাইনালে সুপার ওভারে নিউজিল্যান্ডকে – উইকেটে হারানোর মধ্য দিয়ে চ্যাম্পিয়ন হয় ইংল্যান্ড। শুরুতে বল হাতে দারুণ শুরু করে তারা। নিয়ন্ত্রিত বোলিংয়ে মাত্র ২৪১ রানে বেঁধে ফেলে কিউইদের। তুবে রান তাড়া করতে নেমে ১০০ রানের আগেই হারায় ৪ উইকেট। 

হারার শঙ্কায় থাকা ইংল্যান্ড শিবিরে স্বস্তি ফিরিয়ে আনেন বাটলার ও স্টোকস। তাদের দুজনের শতরানের জুটিতে ম্যাচে ফেরে ইংল্যান্ড। বাটলার আউট হলে আবারও ম্যাচ কঠিন হয় তাদের।  

স্টোকসের নৈপূণ্যে পেন্ডুলামের মতো দুলতে থাকা ম্যাচ শেষ পর্যন্ত জিতে নেয় ইংল্যান্ড। 

বিশ্ব ক্রিকেটের নতুন (রাজা) চ্যাম্পিয়নদের অভিনন্দন।

নিউজওয়ান২৪.কম/আ.রাফি