NewsOne24

বিশ্বকাপ যাবে কার হাতে? 

স্পোর্টস ডেস্ক

নিউজওয়ান২৪

প্রকাশিত : ১১:৩৭ এএম, ১৪ জুলাই ২০১৯ রোববার

ছবি: আইসিসি

ছবি: আইসিসি

আর মাত্র কয়েক ঘন্টা। ক্রিকেট বিশ্বকাপের ফাইনালের কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে। প্রায় দেড় মাস ব্যাপী ১০ দলের লড়াই শেষে টুর্নামেন্টে টিকে আছে দুই দল।

স্বাগতিক ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের ভেতরের ম্যাচ দিয়ে পর্দা নামবে দ্বাদশ বিশ্বকাপ ক্রিকেট আসরের। 

এর আগে আনুষ্ঠানিক ফটোসেশন হয়ে গেলো ফাইনালিস্ট দুই দলের অধিনায়কের। লর্ডসের বলরুমে বিশ্বকাপ ট্রফিকে মাঝে রেখে দুপাশে দাঁড়িয়ে এই ফটোসেশন করেন দুই ‘ল্যান্ড’ এর দলপতিরা। 

এর মাধ্যমে শেষ বারের মতো যেনো তারা মনে করিয়ে দিলেন, কেউ ছাড় দেবেন না কাউকে। যে দলই জিতবে, প্রথমবারের মতো বিশ্বকাপ জয়ের গৌরব অর্জন করবে সে দল। 

এই ছবি দেখে ফাইনালের লড়াইয়ের ঝাঁঝও যেনো বোঝা গেলো। ক্রিকেটপ্রেমীদের মনে এখন প্রশ্ন একটিই, দুই অধিনায়কের মাঝে থাকা বিশ্বকাপ ট্রফি যাবে কার হাতে? 

একটি ট্রফির জন্য দু্ই দলের চূড়ান্ত লড়াই শেষে উপরের সব উত্তর পাওয়া যাবে। 

নিউজওয়ান২৪.কম/এসডি