NewsOne24

বঙ্গবন্ধুর মাজারে বিএসি`র চেয়ারম্যান ও নবনিযুক্ত সদস্যদের শ্রদ্ধা

নিজস্ব প্রতিবেদক

নিউজওয়ান২৪

প্রকাশিত : ১২:৪৮ এএম, ৭ জুলাই ২০১৯ রোববার

ছবি সংগৃহীত

ছবি সংগৃহীত

শিক্ষার মানোন্নয়নে নব গঠিত বাংলাদেশ অ্যাক্রেডিটশন কাউন্সিল (বিএসি) এর চেয়ারম্যান অধ্যাপক ড. মেসবাহউদ্দিন আহমেদ ও নতুন নিযুক্ত চার সদস্য আজ শনিবার গোপালগঞ্জ টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাজারে প্রার্থনা ও শ্রদ্ধা নিবেদন করেন। 

এ সময় সূরা ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাত করা হয়।

নতুন সদস্যরা হলেন- সাবেক সচিব ইশতিয়াক আহমেদ, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. এম গোলাম শাহী আলম, নোয়াখালি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. সঞ্জয় কুমার অধিকারী ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. এস.এম কবীর। 

জিয়ারত শেষে, কাউন্সিলের চেয়ারম্যান পদার্থবিজ্ঞানি ও কলামিস্ট অধ্যাপক ড. মেসবাহউদ্দিন আহমেদ সাংবাদিকদের বলেন, শিক্ষার গুণগত মানোন্নয়নে কাজ করবে বিএসি। আধুনিক, মান সম্পন্ন, শিক্ষিত জাতি বিনির্মাণ ও  প্রযুক্তিক শিক্ষায় শিক্ষিত করাই আমাদের এখন মূল লক্ষ্য। এ জন্য সবার সহযোগিতা চান ড. মেসবাহ। বঙ্গবন্ধুর মাজারে শ্রদ্ধা নিবেদনে গর্ববোধ করেন তারা।

এর আগে, সকালে ধানমন্ডি ৩২ নম্বরে জাতির জনকের প্রতিকৃতিতে পুস্পার্ঘ্য অর্পন করে শ্রদ্ধা জানান বিএসি'র চেয়ারম্যানসহ সদস্যগণ।

নিউজওয়ান২৪.কম/এসকে