NewsOne24

বিয়ানীবাজার সমাজকল্যাণ সমিতি-ফ্রান্সের অভিষেক রবিবার 

প্যারিস সংবাদদাতা

নিউজওয়ান২৪

প্রকাশিত : ০৪:৪৩ পিএম, ২৮ জুন ২০১৯ শুক্রবার

প্রস্তুতিসভায় অনুষ্ঠানের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করছেন নেতারা

প্রস্তুতিসভায় অনুষ্ঠানের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করছেন নেতারা

ফ্রান্সের বাংলাদেশি কমিউনিটির প্রাচীনতম সামাজিক সংগঠন বিয়ানীবাজার উপজেলা সমাজকল্যাণ সমিতির অভিষেক আগামী ৩০জুন (রবিবার)অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে সংগঠনটি। ফ্রান্সের বাংলাদেশি কমিউনিটির জনপ্রিয় সামাজিক এ সংগঠনের অনুষ্ঠান ঘিরে কমিউনিটি এখন বেশ প্রাণবন্ত। 

প্যারিসের সবচেয়ে পরিচিত কমিউনিটি সেন্টার পান্তা গির্জার হলে ব্যাপক আয়োজনে অনুষ্ঠিত হবে এ অভিষেক অনুষ্ঠান। ফ্রান্সে বাংলাদেশিদের সংখ্যার দিক থেকে বিয়ানীবাজার উপজেলার প্রবাসীদের অবস্থান বৃহৎ। তাই এ অনুষ্ঠান কমিউনিটির জন্য একটি বড় ধরনের মর্যাদাকর আয়োজন হতে যাচ্ছে। 

সফলভাবে অনুষ্ঠান আয়োজনের সার্বিক দিক সমন্বয়ের লক্ষে গতকাল লা চ্যাপেলের এক রেস্টুরেন্টে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভা থেকে সংগঠনের প্রধান উপদেষ্টা সুনাম উদ্দিন খালিক বাংলাদেশি কমিউনিটির সর্বস্থরের প্রবাসীদেরকে অনুষ্ঠানে উপস্থিত হওয়ার আমন্ত্রণ জানান। 

সংগঠনের সভাপতি সোহেল আহমদ ও সাধারণ সম্পাদক জামাল উদ্দিন বলেন, ‘এ অনুষ্ঠানের মাধ্যমে কমিউনিটির সকল মানুষের মধ্যে বন্ধন তৈরি হবে।’ 

এসময় উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা রাজ্জাক উদ্দিন, সাবেক সভাপতি হেলাল আলী বুরহান, সাবেক সাধারণ সম্পাদক সুমন আহমদ, অভিষেক উদযাপন উপকমিটি আহবায়ক জবরুল ইসলাম লিটন, যুগ্ম আহবায়ক বাবর হোসেইন, সহসভাপতি মনন উদ্দিন, কোষাধ্যক্ষ সায়েক আহমদ, সহসাংগঠনিক সম্পাদক ইকবাল হোসেইন প্রমুখ।  

অনুষ্ঠানে ব্রিটেনের জনপ্রিয় শিল্পী নুরজাহান, প্যারিসের জনপ্রিয় সংগীত শিল্পী সুমা দাস ও বাংলাদেশি অপরাপর শিল্পীরা সঙ্গীত পরিবেশন করবেন।

নিউজওয়ান২৪.কম/আরকে