NewsOne24

বাজেট অধিবেশনকে কেন্দ্র করে জাতীয় সংসদ এলাকায় নিরাপত্তা

নিউজ ডেস্ক

নিউজওয়ান২৪

প্রকাশিত : ১২:১১ এএম, ১০ জুন ২০১৯ সোমবার

জাতীয় সংসদ ভবন (ফাইল ফটো)

জাতীয় সংসদ ভবন (ফাইল ফটো)

সংসদে বাজেট অধিবেশন চলার সময় শান্তি-শৃঙ্খলা ও নিরাপত্তা বজায় রাখার জন্য বিধি-নিষেধ আরোপ করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো.আছাদুজ্জামান মিয়া।

রোববার বিকেলে এই বিধি নিষেধ আরোপ করেন তিনি।

তিনি জানান, মঙ্গলবার থেকে ১১তম জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনে ২০১৯-২০ সালের বাজেট প্রণয়ন করা হবে। অধিবেশন চলার সময় সংশ্লিষ্ট এলাকায় সব ধরনের অস্ত্রশস্ত্র, বিস্ফোরক দ্রব্য, ক্ষতিকারক ও দোষণীয় দ্রব্য বহন এবং কোন প্রকার সমাবেশ, মিছিল, শোভাযাত্রা ও বিক্ষোভ প্রদর্শন নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

যেসব এলাকায় এ বিধি-নিষেধে আরোপ করা হয়েছে তা হলো-

ময়মনসিংহ রোডের মহাখালী ক্রসিং থেকে পুরাতন বিমানবন্দর হয়ে বাংলামটর ক্রসিং পর্যন্ত, বাংলামটর লিংক রোডের পশ্চিম প্রান্ত থেকে হোটেল সোনারগাঁও রোডের সার্ক ফোয়ারা পর্যন্ত ও পান্থপথের পূর্ব প্রান্ত থেকে গ্রীন রোডের সংযোগস্থল হয়ে ফার্মগেট পর্যন্ত। এছাড়া, মিরপুর রোডের শ্যামলী মোড় থেকে ধানমন্ডি-১৬ (পুরাতন-২৭) নম্বর সড়কের সংযোগস্থল, রোকেয়া সরণীর সংযোগস্থল থেকে পুরাতন ৯ম ডিভিশন (উড়োজাহাজ) ক্রসিং হয়ে বিজয় সরণীর পর্যটন ক্রসিং। অপরদিকে, ইন্দিরা রোডের পূর্ব প্রান্ত থেকে মানিক মিয়া এভিনিউয়ের পশ্চিম প্রান্ত, জাতীয় সংসদ ভবনের সংরক্ষিত এলাকা এবং এ সীমানার মধ্যে সব রাস্তা ও গলিপথ।

১১তম জাতীয় সংসদের ৩য় (২০১৯ সালের বাজেট) অধিবেশন শেষ না হওয়া পর্যন্ত এ আদেশ বলবৎ থাকবে।

নিউজওয়ান২৪.কম/আ.রাফি