ডোপ পরীক্ষার জন্য ভারতের পেসারকে তলব
স্পোর্টস ডেস্ক
নিউজওয়ান২৪
প্রকাশিত : ১২:২৩ পিএম, ৬ জুন ২০১৯ বৃহস্পতিবার
ছবি সংগৃহীত
বিশ্বকাপ ক্রিকেটের দ্বাদশ আসর শুরু হয়ছে ৩০ মে, আর ভারতের যাত্রা ৫ জুন।
প্রথম প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকাকে ৬ উইকেটে হারিয়ে শুভ সূচনা করেছে দলটি। নিজেদের প্রথম ম্যাচে নামার আগে বেশ স্বাছন্দ থাকলেও হুট করে দুঃসংবাদ পায় ভারত। ডোপ পরীক্ষার জন্য ডেকে নেয়া হয় দলের পেস তারকা জাসপ্রিত বুমরাহকে।
জাসপ্রিত বুমরাহ (ফাইল ফটো)
সোমবার সাউদাম্পটনের রোজবল স্টেডিয়ামে অনুশীলনের সময় বুমরাহকে সন্দেহজনক ওষুধ সেবন করতে দেখেন অ্যান্টি-ডোপ এজেন্সির একজন (ওয়াডা) কর্মকর্তা। এরপরই পরীক্ষার জন্য ডেকে পাঠানো হয় তাকে।
জানা গেছে, দুই রকম পরীক্ষা করা হবে বুমরাহকে। প্রথমে করা হবে মূত্র পরীক্ষা। এর ৪৫ মিনিট পর নেয়া হবে রক্ত।
বিসিসিআইও নিশ্চিত করেছে যে ডোপ টেস্টের জন্য নেয়া হয়েছে বুমরাহকে। তবে এর বাইরে কোনো ক্রিকেটারকে ডোপ টেস্ট দিতে হয়েছে কি না সে বিষয়ে মুখ খোলেননি বোর্ডটি।
নিউজওয়ান২৪.কম/আ.রাফি