দেশে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড
নিজস্ব প্রতিবেদক
নিউজওয়ান২৪
প্রকাশিত : ০৯:৫৪ এএম, ৩০ মে ২০১৯ বৃহস্পতিবার

ফাইল ছবি
দেশে বিদ্যুৎ উৎপাদনের নতুন রেকর্ড হয়েছে। বুধবার রাত ৯টায় ১২ হাজার ৮৯৩ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের মধ্য দিয়ে এই নতুন রেকর্ড হয়। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড-পিডিবি’র পরিচালক ( জনসংযোগ) সাইফুল হাসান চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে গত ২১ মে রাত ৯টায় সর্বোচ্চ উৎপাদন হয়েছিল ১২ হাজার ৫৩৯ মেগাওয়াট বিদ্যুৎ।
সাইফুল হাসান চৌধুরী জানান, আমাদের কয়েকটি বিদ্যুৎকেন্দ্রে মেরামতে আছে। বুধবার বাকি সব তেল ও গ্যাস চালিত বিদ্যুৎ কেন্দ্র চালু ছিল। চাহিদা অনুযায়ী বিদ্যুৎ উৎপাদন হওয়ায় কোথাও লোডশেডিং ছিল না।
নিউজওয়ান২৪/এএস