মার্কিন গ্রিনকার্ডের আদলে বিদেশিদের স্থায়ী হতে দেবে সৌদি!
নিউজওয়ান২৪
প্রকাশিত : ০৬:১৭ পিএম, ১৫ মে ২০১৯ বুধবার
প্রতীকি চিত্র
মার্কিন যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ডের আদলে সৌদি আরবও এমন একটি বিশেষ ব্যবস্থা চালু করতে যাচ্ছে যাতে বিদেশিরা দেশটিতে স্থায়ী বসবাসের অনুমতি পাবে।
গতকাল (মঙ্গলবার) সৌদি আরবের মন্ত্রিসভায় এ সংক্রান্ত একটি প্রস্তাব অনুমোদন পায় বলে জানিয়েছে রয়টার্স।
তবে সৌদি প্রেস এজেন্সি জানায়, মাস খানেক আগে সৌদি শূরা কাউন্সিল প্রস্তাবটি অনুমোদন করেছিল যা মঙ্গলবার মন্ত্রিসভারও অনুমোদন পায়।
স্থানীয় গণমাধ্যম জানায়, এই ব্যবস্থার আওতায় মোটা অঙ্কের ফি দিয়ে সৌদি আরবে স্থায়ীভাবে বসবাসের অনুমতি পাবেন বিদেশি নাগরিকরা। পাশাপাশি সেখানে ব্যবসা করা এবং সম্পত্তির মালিক হওয়ারও সুযোগ হবে সেখানে বসবাসরত প্রবাসী বা বিদেশিদের।
মধ্যপ্রাচ্যের তেলসমৃদ্ধ দেশ সৌদিতে বর্তমানে স্পন্সরশিপভিত্তিক যে ব্যবস্থা চালু আছে তাতে একজন সৌদি চাকরিদাতা স্পন্সর হলে দেশটিতে বিদেশি কারও ওয়ার্ক পারমিট নিয়ে বসবাসের সুযোগ হয়। স্পন্সরশিপ পদ্ধতির আওতায় প্রায় এক কোটি বিদেশি সৌদি আরবে বিভিন্ন পেশায় কর্মরত আছেন।
নিউজওয়ান২৪.কম/আরকে