কেউ ক্ষতিগ্রস্ত হয়নি এরশাদের সিদ্ধান্তে: জিএম কাদের
নিউজওয়ান২৪
প্রকাশিত : ০৪:৪২ পিএম, ৫ মে ২০১৯ রোববার
শিনিবার রাতের সংবাদ সম্মেলনে দুই সহোদর এরশাদ ও জি এম কাদের -ফাইল ফটো
জাথীয় পার্টির ভঅরপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে যাতে সফল হতে পারেন সেজন্যে গণমাধ্যমের সমর্থন, উপদেশ ও দোয়া চেয়েছেন জিএম কাদের। এসময়
শনিবার গভীর রাতে তিনি জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পাওয়ার রবিবার দুপুর ১২টার দিকে বনানীতে দলীয় চেয়ারম্যানের (বড়ভাই এইচ এম এরশাদের) কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন জিএম কাদের।
এসময় তিনি বলেন, জাপা চেয়ারম্যান এইচ এম এরশাদ শারীরিকভাবে অসুস্থ হওয়ায় আমাকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করার নির্দেশ দিয়েছেন। আমি আপনাদের দোয়া ও উপদেশ চাই।
তাকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান করার সিদ্ধান্ত এরশাদ এককভাবে নিয়েছেন কি না— এ প্রসঙ্গে জিএম কাদের বলেন, চেয়ারম্যানের একক সিদ্ধান্ত গ্রহণ প্রচলিত রাজনীতির রীতিতে অসামঞ্জস্যপূর্ণ নয়। এর জন্য কেউ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে মনে করি না। বিষয়টি নিয়ে যারা প্রশ্ন তুলছেন, তারা স্রেফ প্রশ্ন তোলার জন্যই তুলছেন।
নিয়ম মতেই তাকে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়েছে জানিয়ে কাদের জানান, এজন্য পত্রে সাক্ষরসহ গণমাধ্যমের সামনেই ঘোষণা দিয়েছেন দলের চেয়ারম্যান।
তবে রবিবারের ওই সংবাদ সম্মেলনে জিএম কাদেরের সঙ্গে দলের অন্য শীর্ষ নেতারা নেই কেন— এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এটা এমন কোনো অফিস না যে সবাইকে আসতে হবে। এখানে চেয়াম্যানের চেম্বার আছে। তাই তিনি আসবেন, এটাই স্বাভাবিক। মিটিং বা সভা থাকলে অন্যরাও আসতেন।
এর আগে গতকাল শনিবার রাতে এরশাদের জরুরি সংবাদ সম্মেলনের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় জিএম কাদের সাংবাদিকদের বলেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে তিনি (এরশাদ) আমাকে রুটিন কাজ করতে বলেছেন। চেয়ারম্যান হিসেবে উনিই আছেন।
নিউজওয়ান২৪.কম/আরকে