NewsOne24

সঙ্গী-সাথীসহ জামায়াতের শাহজাহান চৌধুরী ফের পুলিশ হেফাজতে

নিউজওয়ান২৪

প্রকাশিত : ১২:২৪ এএম, ১ মে ২০১৯ বুধবার

শাহজাহান    -ফাইল ফটো

শাহজাহান -ফাইল ফটো

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতা ও সাবেক এমপি শাহজাহান চৌধুরীকে হেফাজতে নিয়েছে পুলিশ। মঙ্গলবার রাতে বন্দরনগরীর চন্দনপুরা দারুল উলুম মাদ্রাসা থেকে তাকে আটক করে কোতোয়ালী থানা পুলিশের একটি দল। শাহজাহান চৌধুরী জামায়াতে সংস্কারপন্থি নেতা হিসেবে পরিচিত।

কোতোয়ালী থানার ওসি মহসিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কয়েকজন সঙ্গীসহ শাহজাহান চৌধুরীকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

তবে কি বিষয়ে জিজ্ঞাসাবাদ তা জানায়নি পুলিশ। এর আগে গত বছরের ৩ আগস্ট তাকে খুলশী থানা এলাকা থেকে গ্রেফতার করে খুলশী থানা পুলিশ। সম্প্রতি তিনি জামিনে মুক্তি পান।

নিউজওয়ান২৪.কম/এসএম