মাশরাফী ভাইয়ের জন্য বিশ্বকাপটা স্মরণীয় করতে চাই: মুশফিক
খেলা ডেস্ক
নিউজওয়ান২৪
প্রকাশিত : ১১:০৬ এএম, ২৯ এপ্রিল ২০১৯ সোমবার
ছবি সংগৃহীত
আসন্ন বিশ্বকাপকে সামনে রেখে অনুশীলন শুরু করেছে টাইগাররা। সেই আমেজে মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়াম হয়ে উঠেছে উৎসবমুখর।
রোববার বিসিবির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে আসন্ন বিশ্বকাপে নিজেদের লক্ষ্যের কথা জানান মুশফিকুর রহিম। মুশফিক বললেন, মাশরাফী ভাইয়ের জন্য এবারের বিশ্বকাপটা আমরা স্মরণীয় করে রাখতে চাই।
গেল বিশ্বকাপের মতো এবারো বাংলাদেশকে নেতৃত্ব দেবেন মাশরাফী বিন মোর্ত্তজা। এই বিশ্বকাপই হয়তো তার ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ। এদিকে মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, তামিম ইকবাল ও মাহমুদউল্লাহ রিয়াদেরও হতে পারে এটি ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ। তা এই বিশ্বকাপে স্মরণীয় করে রাখার মতো কিছু করতে চান মুশি, আমরা সকলে মিলে চেষ্টা করবো বিশ্বকাপটা স্মরণীয় করে রাখার জন্য। বিশেষ করে মাশরাফী ভাইয়ের জন্য। এটাই হয়তো উনার শেষ বিশ্বকাপ। তাছাড়া আমাদের চারজনেরও হতে পারে এটি শেষ বিশ্বকাপ। এভাবে আর একসঙ্গে বিশ্বকাপ খেলা হবে না। সবমিলিয়ে আমাদের চেষ্টা থাকবে স্মরণীয় করে রাখার মতো কিছু করার।
এবারের বিশ্বকাপের উইকেট হবে ব্যাটিং সহায়ক। যা এরই মধ্যে আন্দাজ করতে পেরেছেন মুশফিক। এজন্য আগে থেকেই সতীর্থদের স্ট্রাইক রেট ঠিক রেখে খেলার তাগিদ দিয়েছেন তিনি, ‘ব্যাটিংয়ে আমাদের স্ট্রাইক রেট ঠিক রেখে খেলতে হবে। আপনি যদি দেখেন, চ্যাম্পিয়নস ট্রফিতে আমরা ইংল্যান্ডের বিপক্ষে প্রায় ৩২০ রান করেও হেরে গিয়েছিলাম। ওই ধরেনর উইকেটে ৩৫০-৩৬০ রান করা উচিত ছিল। আমরা ঠিকঠাক প্রস্তুতি নিচ্ছি। টপ অর্ডার ব্যাটসম্যানরা চেষ্টা করছে কীভাবে আরো উন্নতি করা যায়। লোয়ার অর্ডারে যারা আছে তারাও চেষ্টা করছে।
দেশের জার্সিতে সেই ২০০৭ সালে প্রথম বিশ্বকাপ খেলেছিলেন মুশফিক। সংবাদ সম্মেলনের এক পর্যায়ে সেই স্মৃতিই যেন মনে করলেন এ ডানহাতি ব্যাটসম্যান, ‘সেবার তো বিশ্বকাপে খেলতে যাওয়ার আগে আলাতা রকমের অনুভূতি কাজ করছিল। কখন সময় আসবে, কখন খেলতে যাব। তখন কিছু গ্রেট ক্রিকেটার ছিলেন। যেমন শচীন টেন্ডুলকার, রিকি পন্টিং, ব্রায়ান লারা। টেলিভিশনে যাদের খেলা দেখে বড় হয়েছি তাদের বিপক্ষে খেলব তাই আলাদা রকমের রোমাঞ্চ কাজ করছিল। দলে এখন তরুণ যারা আছে তারা তো বেশ ম্যাচিউর। তাদেরও হয়তো আলাদা রকমের অনুভূতি কাজ করছে।’
আগামী ৩০ মে ইংল্যান্ড-দক্ষিণ আফ্রিকার মধ্যেকার ম্যাচ দিয়ে পর্দা উঠবে দ্বাদশ বিশ্বকাপের। ২ জুন প্রোটিয়াদের বিপক্ষে ম্যাচ দিয়ে এ অভিযান শুরু হবে বাংলাদেশের। তার আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে আগামী ১ মে আয়ারল্যান্ডের উদ্দেশ্যে দেশ ছাড়বেন মাশরাফী বিন মোর্ত্তজা।
নিউজওয়ান২৪.কম/আ.রাফি