NewsOne24

সন্দেহভাজন মাস্টারমাইন্ড উল্লেখযোগ্য সময় ভারতে ছিল: দ্য হিন্দু

বিশ্ব সংবাদ ডেস্ক

নিউজওয়ান২৪

প্রকাশিত : ০১:১৬ পিএম, ২৮ এপ্রিল ২০১৯ রোববার

একমাত্র চেহারা অনাবৃত ব্যক্তিটি হাশিম বলে সন্দেহ করা হচ্ছে               -ফাইল ফটো

একমাত্র চেহারা অনাবৃত ব্যক্তিটি হাশিম বলে সন্দেহ করা হচ্ছে -ফাইল ফটো

শ্রীলঙ্কায় ইস্টার সানডেতে বোমা হামলার সন্দেহভাজন মাস্টারমাইন্ড জাহরান হাশিম ‘দক্ষিণ ভারতে উল্লেখযোগ্য পরিমাণ সময় কাটিয়েছে’- গত শুক্রবার ভারতের প্রভাবশালী দৈনিক দ্য হিন্দু এমন খবর দিয়েছে। শ্রীলঙ্কান সেনাবাহিনীর সঙ্গে সংশ্লিষ্ট শীর্ষস্থানীয় সূত্রের বরাতে খবরটি প্রকাশ করা হয়।  

দ্য হিন্দুকে নাম প্রকাশ না করার শর্তে শ্রীলঙ্কান সেনাবাহিনীর সেই উর্দ্ধতন সূত্র বলে, আমরা আইএসের দৃষ্টিকোণ ধরে খোঁজ চালাচ্ছি। আমরা সন্দেহ করছি যে, কিছু কট্টরপন্থী যুবককে (সন্দেহভাজন বোমারু) প্রশিক্ষিত ও মগজধোলাই করা হয়েছে ভারতে, সম্ভবত তামিলনাড়ুতে।

তবে ভারতীয় কর্মকর্তারা হাশিমের ভারত ভ্রমণ সম্পর্কে কিছু উল্লেখ করেননি। তারা এ বিষয়ে বলেছিলেন হাশিম ভারতীয় বংশোদ্ভূত কিছু তরুণের সঙ্গে ভার্চুয়াল লিঙ্ক বজায় রেখেছিলেন। মুসলিম কাউন্সিল অব শ্রীললঙ্কার ভাইস প্রেসিডেন্ট হিলমি আহমেদও দক্ষিণ ভারতের সঙ্গে হাশিমের সংশ্লিষ্টতার কথা নিশ্চিত করেছেন।
হিলমি আরো বলেন, হাশিম তার ডেরা দক্ষিণ ভারতে স্থানান্তর করেছিল। তিনি এএফপিকে জানান, তার (হাশিমের) সব ভিডিও ভারত থেকে আপলোড করা হয়েছে। দক্ষিণ ভারত থেকে শ্রীলঙ্কায় আসা-যাওয়ার জন্য চোরাচালানিদের নৌকা ব্যবহার করে হাশিম।
প্রসঙ্গত, জঙ্গি গ্রুপ ইসলামিক স্টেট শ্রীলঙ্কায় সাম্প্রতিক সন্ত্রাসী হামলার দায় স্বীকার করেছে। 

ওই ভয়াবহ সিরিজ হামলার ঘটনায় ৩৫৯ জন নিহত হন বলে প্রথমদিকে জানা যায়। এছাড়া আরো কমপক্ষে ৫শ জন আহত হন। তবে পরে শ্রীলঙ্কা কর্তৃপক্ষ জানায় নিহতদের গুণতে ভুল হয়েছিল তাদের। প্রকৃত নিহতের সংক্যা আড়াই শ বলে দাবি করে তারা।
অপরদিকে, দায় স্বীকার করে দেওয়া বিবৃতির সঙ্গে আট সন্দেহভাজন বোমা হামলাকারীর একটি ভিডিও প্রকাশ করেছে আইএস। ভিডিও দেখানো ব্যক্তিদের মধ্যে একমাত্র মুখ খোলা ব্যক্তিটি হাশিম বলে মনে করা হচ্ছে। ছবিতে তার সঙ্গী সবার মুখ কাপড়ে আবৃত ছিল। 
প্রসঙ্গত, সিরিজ বোমা হামলার ঘটনার পরে এক বিবৃতিতে শ্রীলঙ্কান প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনা জানান, রাজধানী কলম্বোর সাংগ্রি লা হোটেলে হামলার সময় নিহত হয়েছেন জাহরান হাশিম নামের এক মৌলবাদী ধর্মপ্রচারক। তিনিই বোমা হামলার ঘটনার মূল হোতা হিসেবে সন্দেহভাজন ছিলেন।
গোয়েন্দা সংস্থা ধারণা করছে, হামলার পেছনে ১৩০ ব্যক্তি শ্রীলংকায় সম্পৃক্ত ছিল।

তদন্তকারীরা জানান, হাশিম শ্রীলঙ্কায় গঠিত ন্যাশনাল তৌহিদ জামাতের নেতা। অতি সুপরিকল্পিত সিরিজ বোমা হামলায় এই তৌহিদ জামাত জড়িত বলে সন্দেহ করা হয়। পরে অবশ্য জানা গেছে, সম্ভবত হাশিম ন্যাশনাল তৌহিদ জামাত থেকে বেরিয়ে গিয়ে নয়া একটি চরমপন্থী দল তৈরি করে যারা ওই হামলা চালায়। এ ঘটনায় হাশিমের শতাধিক ফেসবুক অনুসারীর ব্যাপারে তদন্ত চলছে বলে জানায় নাম প্রকাশে অনিচ্ছুক সূত্র। 
২০১৮ সালের সেপ্টেম্বরে তামিলনারুর কোইমবাটুরে একটি গ্রুপের আটক সাত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করেছিল ভারতীয় কর্তৃপক্ষ। তারা ভারতীয় শীর্ষ কয়েকজন রাজনীতিক ও ধর্মীয় নেতাকে হত্যার পরিকল্পনা করছিল বলে সন্দেহ করা হয়। আইএসের প্রতি সহানুভূতিশীল ওই তরুণদের নেতা হাশিমের একজন অনুসারী বলে জানা যায়। দ্য হিন্দু.কম, ডন.কম 
নিউজওয়ান২৪.কম/কেআর