NewsOne24

গরুর মাংস রপ্তানিতে অসুবিধা নেই, মানুষে খেলে দোষ: কলকাতা মেয়র

নিউজওয়ান২৪

প্রকাশিত : ১১:৪৮ এএম, ২৮ এপ্রিল ২০১৯ রোববার

বক্তব্য রাখছেন কলকাতার প্রথম মুসলমান মেয়র হাকিম

বক্তব্য রাখছেন কলকাতার প্রথম মুসলমান মেয়র হাকিম

ফিরহাদ হাকিম স্বাধীন ভারতে কলকাতার প্রথম মুসলিম মেয়র। গত ডিসেম্বরে তৃণমূল কংগ্রেসের এই নেতা মেয়র হিসেবে দায়িত্ব পেয়েই ধর্মীয় ভেদাভেদ ভুলে সবাইকে এক কাতারে এসে কাজ করার আহ্বান জানিয়েছিলেন। কিন্তু দেশটির চলমান লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে নিজ সম্প্রদায় তথা সংখ্যালঘু মুসলিমদের পক্ষে কথা বলে এবার বিজেপির সমালোচনার মুখে পড়েছেন তিনি।

গত শুক্রবার পশ্চিমবঙ্গের নদিয়ায় এক নির্বাচনী সভায় অংশ নিয়ে ফিরহাদ বলেন, এবারের ভোট ইয়ারকি মারার ভোট নয়। আনন্দ করার ভোট নয়। আজকের ভোট মোদি রামের ভোট। কালকে মাথা তুলে থাকতে পারব কিনা, তার ভোট। আমাদের টুপি পরে নামাজ পড়তে দেবে না। ইউপিতে (উত্তরপ্রদেশ) ছেলে নামাজ পরতে গেলে টুপিটা পকেটে নিয়ে যাওয়ার কথা বলে মা। বজরং দল দেখলে মেরে দেবে।

কৃষ্ণনগরে সংখ্যালঘু মুসলিম অধ্যুষিত এলাকায় তিনি বলেন, উত্তরপ্রদেশে টুপি পরে যাওয়া মানা। বজরং দল দেখলে পিটিয়ে মেরে ফেলবে। দাঁড়ি কেটে ফেলছে মুসলিমরা।

অসহিষ্ণুতার প্রসঙ্গ টেনে কলকাতার এই মেয়র বলেন, উত্তরপ্রদেশের মানুষ বলছে, গরুর চেয়ে মানুষের দাম কম।

নিজের বক্তব্যে ফিরহাদ অভিযোগ করেন, ভারত থেকে গোমাংস রপ্তানিকারকদের সঙ্গে বিজেপির সম্পর্ক রয়েছে। তিনি বলেন, গরুর মাংস রপ্তানিকারক সঙ্গীত সিং হচ্ছেন বিজেপির বিধায়ক। আরেক রপ্তানিকারক শ্রীকান্ত শর্মা পশ্চিম উত্তরপ্রদেশ বিজেপির সহসভাপতি। গরুর মাংস রপ্তানি করছে অসুবিধা নেই। কিন্তু মানুষে খেলে দোষ। তিনি প্রশ্ন করেন, কেন গরুর মাংস ব্যান হলো?

এ প্রসঙ্গে অপর সংক্যালঘু মুসলিম নেতা আজম খান বলেছেন, গরুর গোশত রপ্তানিকারকদের কাছ থেকে বিজেপি ২০০ কোটি টাকা পেয়েছে।
এদিকে, ফিরহাদ হাকিমের বিরুদ্ধে সাম্প্রদায়িক উস্কানিমূলক বক্তৃতার অভিযোগ এনেছে বিজেপি। এ বিষয়ে তারা নির্বাচন কমিশনে নালিশ জানাবে বলেও জানিয়েছে।
নিউজওয়ান২৪.কম/কেআর